কটক: ওড়িশার বালেশ্বরে (Balasore Train Accident) তিন ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। দুর্ঘটনার পর পার হয়ে গিয়েছে ১২ ঘণ্টা। তবে মৃত্যুমিছিল থামার নামই নেই। দুমড়ে মুচড়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা। পুরোদমে চলছে উদ্ধারকাজ। খবর অনুযায়ী ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২৩৩ পার করেছে, আহতের সংখ্যা নয়শোর গণ্ডি ছাড়িয়েছে। চারিদিকে হাহাকার। দুর্ঘটনায় আহত, বিপর্যস্ত যাত্রীদের দ্রুত কটক মেডিক্যাল কলেজে ভর্তি হতে যাতে কোনও সমস্যা না হয়, সেই ব্যবস্থা করেছে ওড়িশা সরকার।


আহতদের সরানো হবে কটকে?


কটকের ডেপুটি কমিশনার পিনাক মিশ্র আরও জানান আহতদের সম্ভবত কটক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হবে। তিনি আরও জানান যে কটকে এই বিপর্যয় মোকাবিলার জন্য গোটা দল প্রস্তুত এবং যাতে হাসপাতালে ভর্তি হতে কোনও অসুবিধা নয়, তাই আগেভাগেই সমস্ত বন্দোবস্ত করে রাখা হচ্ছে। তিনি বলেন, 'কটকে যেহেতু একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রয়েছে, তাই আহতদের এই হাসপাতালেই স্থানান্তরিত করা হতে পারে। কটকে গোটা দল প্রস্তুত। আহতরা যাতে কোনরকম ঝামেলা ছাড়াই হাসপাতালে ভর্তি হতে পারেন, তার সমস্তরকম ব্যবস্থা আমারা নিয়েছি।'


ঘটনাস্থলে রেলমন্ত্রী


শনিবার সকালেই রেলমন্ত্রী ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি আগেই সেখানে পৌঁছন।


শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ' এটা একটা  ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শুক্রবারই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে'


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। শুক্রবার রাতে টুইটে এ কথা জানান  রেলমন্ত্রী  বৈষ্ণব। তিনি লেখেন , ওড়িশায় মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।  গুরুতর আহতদের ২ লক্ষ এবং কম আঘাত পেয়েছেন যাঁরা , তাঁদের ৫০ হাজার টাকা করে  সাহায্য দেওয়া হবে।


আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও