৩৭০ প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে কমেছে পাথরবাজি, দাবি সরকারের

চলতি বছরে ঘটনার সংখ্যা যেখানে মাত্র ২১১টি, সেখানে ২০১৮ সালে ঘটেছিল ৯৪৪টি ঘটনা

Continues below advertisement

নয়াদিল্লি: বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্যের মর্যাদা স্ট্যাটাস প্রত্যাহারের পর থেকে জম্মু-কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা অনেকটাই কমে গিয়েছে বলে সরকারি তরফে জানা গিয়েছে।

Continues below advertisement

২০২০ সালের প্রথম ৬ মাসের সঙ্গে আগের বছরের প্রথম ছয় মাসের পাথর ছোঁড়ার ঘটনার তুলনা করলেই বিষয়টি বুঝতে পারা যাবে। চলতি বছরে ঘটনার সংখ্যা যেখানে মাত্র ২১১টি, সেখানে ২০১৮ সালে ঘটেছিল ৯৪৪টি ঘটনা।

সরকারি তরফে এমনও জানা যাচ্ছে যে এহেন ঘটনায় নিরাপত্তাকর্মী ও সাধারণ মানুষের আহত হওয়া এবং মারা যাওয়ার ঘটনাও কমে গিয়েছে অনেক। মনে করা হচ্ছে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতি মানুষের মনে ভরসা তৈরি করতে পেরেছে। গত বছরের ৫ আগস্টের আগে অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিভিন্ন জেলে পাঠানো হয়েছে।

গত বছর ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়া হয় কাশ্মীর থেকে। পাথর ছোড়ার ঘটনায় মৃত্যুও কমে গিয়েছে সেই থেকে অনেক। গত ২০১৮ ও ২০১৯ দু বছরের তুলনা করলে দেখা যাচ্ছে এ ধরনের ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৮ থেকে কমে হয়েছে ৩।

চলতি বছরের পাথরের ঘায়ে মাত্র ১ জন নাগরিক মারা গিয়েছেন। আবার সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনাও ৩৩৫ থেকে কমে হয়েছে ৬৩। ২০২০ তে তা আরও কমে হয়েছে মাত্রই ১৪।

গত বছরের ৫ আগস্ট থেকে জম্মু ও কাশ্মীরে পুরোপুরি লকডাউন চলছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলির দাবিও খারিজ করেছে প্রশাসন।

Continues below advertisement
Sponsored Links by Taboola