নয়াদিল্লি: লকডাউনের জেরে আর্থিক ক্ষতি হওয়ার কথা জানিয়ে একবারে ১,৪০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে অ্যাপ ক্যাব সংস্থা ওলা। কর্মীদের পাঠানো বার্তায় ওলার প্রতিষ্ঠাতা ও সিইও ভবিশ অগ্রবাল জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে করোনা-সঙ্কট অব্যাহত। এর ফলে অভূতপূর্ব আর্থিক ও সামাজিক ক্ষতি হচ্ছে। সারা বিশ্ব অদূর ভবিষ্যতে আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। গত দু’মাসে ৯৫ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণেই আমরা ১,৪০০ কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। সংস্থার কাজকর্ম যাতে ঠিকমতো চালানো যায়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে এরপর আর করোনার কারণে কাউকে ছাঁটাই করা হবে না।’
ওলার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, তাঁদের তিন মাসের বেতন সহ ন্যূনতম আর্থিক সাহায্য দেওয়া হবে। এই কর্মীরা এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য, জীবন ও দুর্ঘটনা বিমার আওতায় থাকবেন। তাঁদের বাবা-মা ২ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। লিজের ভাড়া মকুব করার সিদ্ধান্ত নেওয়ার ফলে ৩০ হাজারেরও বেশি ড্রাইভারকে মাসে ২৫ হাজার টাকা করে দিতে হচ্ছে না। এছাড়া ২ লক্ষ পরিবারকে ওলা সহযোগ প্রকল্পের মাধ্যমে বিনা সুদে ঋণ দেওয়া হয়েছ।
লকডাউনের ফলে বেশিরভাগ সংস্থাই আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অপর এক জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা উবরও কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এবার ওলাও সেই পথে হাঁটল।