ওড়িশা: ভয়ঙ্কর ঘটনা পুরীতে। একটি সরকারি বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো ঘটনা ঘটেছে। ওড়িশার গণপরিবহন বাস পরিষেবার একটি বাস কানাসা ব্লকের হরাসপাদা থেকে সত্যবাড়ি সুকাল যাচ্ছিল, ঠিক তখনই এক ব্যক্তি জোর করে বাসে ঢুকে যাত্রীদের উপর হামলা শুরু করে।                   

Continues below advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মদ্যপ অবস্থায় থাকা ওই ব্যক্তি যাত্রীদের একটি দাঁ নিয়ে মেরে দেওয়া হুমকি দিচ্ছিলেন। তাকে একজনের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। কিছুক্ষণ পরেই সে তার মাথায় আঘাত করে, যার ফলে অন্যান্য যাত্রীরা ভীত হয়ে পড়েন। বাসের অনেক যাত্রীকে তাদের আসন থেকে উঠে আক্রমণকারীর হাত থেকে পালানোর চেষ্টা করতে দেখা গেছে।                                   

সিসিটিভি ফুটেজে এরপর লোকটি বাসে আরও লোকদের উপর আক্রমণ করতে থাকে। হামলার পর, বাসের অন্যান্য যাত্রীরা অভিযুক্তকে আক্রমণ করে এবং সেও আহত হয়।                   

Continues below advertisement

আরেকটি ক্লিপে, যেখানে তার মুখ দেখা যাচ্ছিল, সেখানে লোকটিকে একটি সিটে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, এবং, যেন মনে হচ্ছে, তিনি লোকদের বাস থেকে নেমে যেতে নির্দেশ দিচ্ছেন।              

তৃতীয় আরেকটি ক্লিপে, লোকটিকে, তার ডান হাতে ধরে, বাসের চারপাশে ঘুরতে এবং তার ফোনে কিছু পরীক্ষা করতে দেখা গেছে। পুরীর পুলিশ সুপার প্রতীক সিং বলেন, পুলিশ অভিযুক্ত সহ আহতদের কানাস কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে এবং পরে তাদের মধ্যে দু'জনকে পুরী জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করেছে। অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এমনটাই জানান হয় পুলিশের তরফে।                     

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।                               

ইতিমধ্যেই, পুরী পুলিশ যে রুটে বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, সেই রুটে টহল জোরদার করেছে, যাতে আরও কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে।