উত্তর ২৪ পরগনা: ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ। পাথরের আঘাতে গুরুতর আহত এক যাত্রী। জখম যাত্রীর নাম মিহির ঘোষ। বছর ৪৫-এর ওই ব্যক্তি দর্জির কাজ করেন। গতকাল রাত ৮টা নাগাদ মধ্যমগ্রাম থেকে তিনি বনগাঁ লোকালে ওঠেন। অভিযোগ, মধ্যমগ্রাম-বারাসাতের মাঝে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথর ওই যাত্রীর মুখে লাগায় গুরুতর জখম হন তিনি। তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে সরব হয়েছে আক্রান্তের পরিবার। সপ্তাহখানেক আগে দত্তপুকুর ও বামুনগাছির মধ্যে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেবার পাথরের ঘায়ে জখম হয় এক স্কুল পড়ুয়া।