নয়াদিল্লি: গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় পণ্য উতপাদনে জোর দিয়ে ভারতকে ‘আত্মনির্ভরশীল’ করে তোলার ডাক দিয়েছেন। পরদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, ২০২০-র ১ জুন থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সব ক্যান্টিনে শুধুমাত্র দেশীয় পণ্য, খাবারদাবার বিক্রি করা হবে। সব নাগরিককে দেশীয় পণ্য ব্যবহারের আবেদন করছি, বলেছেন শাহ। তিনি ট্যুইট করেছেন, সিআরপিএফ, বিএসএফের মতো সিএপিএফের সব ক্যান্টিন থেকে কেবলমাত্র দেশীয় সামগ্রীই বিক্রি করা হবে প্রায় ১০ লক্ষ নিরাপত্তাকর্মীর পরিবারের ৫০ লক্ষ সদস্যকে।


প্রধানমন্ত্রীর স্থানীয় স্তরে তৈরি সামগ্রীর ব্যবহার ও স্বনির্ভর হয়ে ওঠার আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে বলে একগুচ্ছ হিন্দিতে করা ট্যুইটে জানান শাহ। দেশবাসীকে ঘরোয়া প্রযুক্তিতে তৈরি পণ্য সবচেয়ে বেশি ব্যবহারের ও অন্যদেরও করতে উত্সাহ দেওয়ার আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্থির করেছে, সব সিএপিএফ ক্যান্টিনেই এবার থেকে শুধু দেশীয় পণ্যই বিক্রি করা হবে। ১ জুন থেকে দেশব্যাপী সব সিএপিএফ ক্যান্টিনের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। এতে প্রায় ১০ লাখ সিএপিএফ কর্মীর ৫০ লাখ পরিবারের সদস্য দেশীয় সামগ্রী কাজে লাগাবেন।

সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজি, অসম রাইফেলস-সব মিলিয়ে গঠিত সিএপিএফের ক্যান্টিন থেকে বছরে প্রায় ২৮০০ কোটি টাকার সামগ্রী বিক্রি হয়।
মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ভাষণে মোদির আবেদন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে অবশ্য়ই আগামীদিনে ভারতের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার রাস্তা সুগম হবে। গতকাল প্রধানমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভরশীল করে তুলতে সবাই ভারতে তৈরি পণ্য ব্য়বহার করুন। শাহ বলেন, প্রতিটি ভারতীয় ভারতে তৈরি অর্থাত স্বদেশী পণ্য ব্যবহারের শপথ নিলে ৫ বছরের মধ্যেই ভারত স্বনির্ভর হয়ে উঠতে পারে।