মুম্বই: লকডাউনের তৃতীয় পর্যায়ে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিছু জায়গায় খোলা হয়েছে মদের দোকান। সঙ্গে সঙ্গে দোকানগুলির বাইরে দীর্ঘ লাইন দাঁড়িয়ে গিয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং অনেক ক্ষেত্রেই শিকেয় তুলে। এ নিয়ে এমন ঝামেলা হয়েছে যে বন্ধ করা হয়েছে দিল্লির মদের দোকানগুলি। এভাবে আচমকা মদের দোকান খুলে দেওয়ার প্রতিবাদ করেছেন মালাইকা অরোরা।

মডেল-অভিনেত্রী মালাইকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমি এখনও বুঝতে পারছি না দরকারটা কী ছিল... মদের দোকান কি প্রয়োজন না হতাশার জের! খুব, খুব খারাপ হল। এতে গন্ডগোল বাড়বে, গার্হস্থ্য হিংসা, শিশু নির্যাতন বাড়বে।

ছেলে আরহানের সঙ্গে লকডাউনের শুরু থেকেই মালাইকা ঘরবন্দি বলে খবর। প্রায় ৫০ দিন বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। বোন অমৃতা সহ পরিবারের একটি ছবি শেয়ার করে এ কথা অনুরাগীদের জানিয়েছেন।