রায়পুর: সোমবার থেকে কন্টেনমেন্ট জোন বাদ দিয়ে দেশের সর্বত্র মদের দোকান খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আর পরের দিন, অর্থাৎ মঙ্গলবার থেকেই রাজ্যের গ্রিন জোনে অনলাইনে অর্ডার গ্রহণ ও মদের হোম ডেলিভারি শুরু করল ছত্তিসগঢ় প্রশাসন।


সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত মদ একবারে অনলাইনে অর্ডার দিতে পারবেন। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা কেবলমাত্র রাজ্যের যেখানে গ্রিন জোন আছে, সেখানেই চালু হবে। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, মদের দামের সঙ্গে ডেলিভারি চার্জ বাবদ ১২০ টাকা যুক্ত করা হবে বিলে।


সোমবার থেকে মদের দোকান খোলার পর সর্বত্র দীর্ঘ লাইন নজরে এসেছে। অনেক জায়গায়, ক্রেতাদের দেখা গিয়েছে সোশাল ডিস্টান্সিং নিয়মকে উপেক্ষা ও তাচ্ছিল্য করেই ভিড় করেছেন। সেই বিষয়টি নজরে আসতেই, দ্রুত একটি ওয়েব পোর্টাল চালু করে ছত্তিসগঢ় সরকার। পোর্টালের পরিচালনার দায়িত্বে রয়েছে ছত্তিসগঢ় রাজ্য বিপণন নিগম-- যারা ওই রাজ্যে মদের বিক্রি নিয়ন্ত্রণ করে।


এছাড়া, ওই পোর্টালের মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্রেতারা অর্ডার দিতে পারবেন। এর জন্য, মোবাইলে অ্যাপটি নামিয়ে গ্রাহককে নিজের মোবাইল নম্বর, আধার নম্বর ও ঠিকানা লিখে নিজেকে নথিভুক্ত করতে হবে। এরপর অর্ডার দেওয়ার সময় ওই ক্রেতার মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। তা প্রদান করলে অর্ডার নথিভুক্ত হবে।