শ্রীনগর: চিরুণি তল্লাশি চালানোর সময় জঙ্গিদের খোঁজ। সেই থেকে গুলির লড়াই চলছিল। অবশেষে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে তিন জঙ্গির মৃত্যু হল। ঘন জঙ্গলে এখনও একজন ঘাপটি মেরে রয়েছে বলে খবর। তার খোঁজেও চলছে তল্লাশি অভিযান। এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শোপিয়ানকে। (Jammu And Kashmir) এই অভিযানের নাম রাখা হয়েছে (Operation Keller).
নিহত তিন জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা যাচ্ছে। মঙ্গলবার শোপিয়ানের জিনপাথর কেলার এলাকায় জঙ্গলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে নিরাপত্তাবাহিনীর। নিহতদের মধ্যে একজনকে শাহিদ নামে শনাক্ত করা গিয়েছে। সে এলাকারই বাসিন্দা, লস্করের হয়ে নাশকতামূলক কাজে যুক্ত ছিল বলে খবর। (Shopian Encounter)
এদিন সকালে প্রথমে কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই লড়াই সরতে সরতে শোপিয়ানে এসে পৌঁছয়। সেই থেকে দু'ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় চলছিল। শেষ পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এক জঙ্গি এখনও ঘাপটি মেরে রয়েছে। তাকে নাগালে পাওয়ার চেষ্টা চালাচ্ছে সেনা।
উপত্যকার জঙ্গলে জঙ্গিরা ঘাপটি মেরে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনা। সেই মতো শুরু হয় চিরুণি তল্লাশি। নিরাপত্তা বাহিনীকে দেখে জঙ্গিরাই প্রথম গুলি চালায় বলে খবর। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। এই মুহূর্তে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে শোপিয়ানকে।
যে এলাকায় আজ ভোরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়, সেখানে ঘন জঙ্গল রয়েছে। সেখানেই ঘাপটি মেরে ছিল জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীকে দেখেই জঙ্গলের ভিতর থেকে গুলি উড়ে আসতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। পরিস্থিতির গুরুত্ব বুঝে, এলাকা কার্যত খালি করে ফেলা হয়েছে। অভিযান চলছে যেখানে, সেই এলাকার ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। সংবাদমাধ্যমকেও বেশ কিছুটা দূরে আটকে দেওয়া হয়।
পাশাপাশি, এদিম রাজৌরিতে পাকিস্তানের ছোড়া মর্টার নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে একটি বাড়ি থেকে মর্টার উদ্ধার হয়। ৩৬ কেজিরও বেশি ওজনের মর্টার নিষ্ক্রিয় করা হয় সেখানে। পাক সেনার ছোড়া গোলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। এখনও সেখানমনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে পাক মর্টার, আর্টিলারি গান থেকে ছোড়া গোলা।
যে সময় উপত্যকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ বাধল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ ২৬ জনের প্রাণ যাওয়ার পর, Operation Sindoor-এর সূচনা করে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়। সন্ত্রাসের সঙ্গে ভারত কোনও রকম আপস করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় দিল্লি। আর তার পরই এদিন এই অভিযান।