অপারেশন মহাদেবের পর অপারেশন শিবশক্তিতেও ভারতীয় সেনার বিরাট সাফল্য। এবার জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গিঅনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে ২ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এই জঙ্গিরা লস্কর - ই - তৈবার সঙ্গে যুক্ত।
হোয়াইট নাইট কর্পস সূত্রে খবর, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ২ সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করে ভারতীয় সেনা। জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ২ জঙ্গির। তাদের কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, জানতে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
দুই দিন আগেই অপারেশন মহাদেবে নিহত হয় পহেলগাঁও হামলার ৩ জঙ্গি। যে আগ্নেয়াস্ত্র দিয়ে পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করা হয়েছিল, তা উদ্ধার করা হয়। নিহত জঙ্গিদের ডেরা থেকে আমেরিকায় তৈরি কার্বাইন, একে-ফর্টি সেভেন রাইফেল, ১৭টা রাইফেল গ্রেনেড-সহ বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন জঙ্গিই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল, সংসদে তা নিশ্চিত করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। নিহত জঙ্গিদের সঙ্গে পাকিস্তান-যোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই প্রশ্ন উঠছিল পহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিরা কোথায়? তারা কি পাকিস্তানে পালিয়ে গেছে? নাকি ভারতেই গা ঢাকা দিয়ে রয়েছে? অপারেশন মহাদেবে শ্রীনগরের কাছ থেকেই পহেলগাঁওয়ের হামলায় যুক্ত জঙ্গিদের খুঁজে বার করে, নিকেশ করে সেনা, CRPF এবং জম্মু-কাশ্মীর পুলিশ।