Operation Sindoor: 'আমাদের কাজ টার্গেটে আঘাত করা, মৃতদেহ গণনা করা নয়।' শনিবার অপারেশন সিঁদুর নিয়ে সেনার তরফে যে স্পেশ্যাল ব্রিফিং হয়েছে, সেখানে এমনই মন্তব্য করেছেন এয়ার মার্শাল এ কে ভারতী। তিনি বলেছেন, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে প্রত্যাঘাতে তা নিয়ে বিশদে আলোচনা করতে চান না। কিন্তু যে পদ্ধতিই নেওয়া হোক না কেন, শত্রুপক্ষের ক্ষেত্রে তা ঠিকভাবেই প্রভাব ফেলেছে। এয়ার মার্শাল এ কে ভারতীর কথায়, 'কতজনের মৃত্যু হয়েছেন? কতজন আহত হয়েছেন? আমাদের হতাহত করার লক্ষ্য ছিল না। কিন্তু যদি তেমন হয়ে থাকে, তাহলে এটা তাদের গোনা কাজ। আমাদের কাজ টার্গেটে আঘাত হানা। মৃতদেহ গোনা নয়।' 

এদিনের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, ভারত পাকিস্তানের কতগুলো বিমান নামিয়েছে। জবাবে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, 'ওদের বিমানগুলিকে আমাদের সীমান্তে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। অবশ্যই আমরা কয়েকটি বিমান নামিয়েছি। ওদের পক্ষে কিছু ক্ষতি হয়েছে, যা আমরা করেছি।' এয়ার মার্শাল এ কে ভারতী আরও বলেন, 'আমি এটুকুই বলতে পারি যে, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছি। আমাদের সব পাইলটরা নিরাপদে দেশে ফিরে এসেছেন।' 

 

৭ মে মধ্যরাতে ২৫ মিনিটের নিখুঁত অপারেশন চালিয়েছে ভারতের বায়ুসেনাবাহিনী। রাত ১টা ৫ মিনিট থেকে শুরু হয়েছে ভারতের মিডনাইট এয়ার স্ট্রাইক। ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। এই তালিকায় রয়েছে লস্কর, জইশ, হিজবুলের জঙ্গি ঘাঁটি। পুলওয়ামা হামলা এবং কান্দাহারের বিমান অপহরণের মত ন্যাক্কারজনক জঙ্গি কার্যকলাপের মূল চক্রীদের অনেকেই খতম হয়েছে এই অপারেশন সিঁদুরে। অভিযানের সাফল্য হিসেবে এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, জঙ্গি ঘাঁটি ধ্বংসের টার্গেট তাঁরা পূরণ করেছেন এবং তার ফলাফল সারা বিশ্ব দেখতে পাবে। এর পাশাপাশি এয়ার মার্শাল এ কে ভারতী এও জানিয়েছেন যে, পাকিস্তানের ঘাঁটিগুলির সমস্ত সিস্টেমে আঘাত হানার ক্ষমতা রাখে ভারত। 

 

অপারেশন সিঁদুর- এ ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের যে সমস্ত এয়ার বেসে আঘাত হেনেছে সেগুলি হল পাসরুর এয়ার ডিফেন্স র‍্যাডার, চুনিয়া এয়ার ডিফেন্স র‍্যাডার, আরিফওয়ালা এয়ার ডিফেন্স র‍্যাডার, সরগোধা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড, চাকালা এয়ারফিল্ড (নুর খান), সুক্কুর এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড এবং জেকোবাবাদ এয়ারফিল্ড। শনিবারের স্পেশ্যাল ব্রিফিংয়ে বিশদে এই প্রসঙ্গে তথ্য দিয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী।