মোহালি : গতকাল সন্ধেয় পাক ড্রোন হামলার চেষ্টা পুরোপুরি ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। একটি ড্রোনকেও মাটি স্পর্শ করতে দেয়নি ভারতীয় সেনা।  বৃহস্পতিবার সন্ধে থেকেই ব্ল্যাকআউট করা হয় উত্তর ভারত ও উত্তর-পশ্চিমের বিভিন্ন শহরে। জম্মু সহ বিভিন্ন শহরে বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। শুক্রবার সকালেই চরম উত্তেজনার পরিস্থিতি উত্তর-পশ্চিমে।  চণ্ডীগড়ের মোহালিতে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি করা হয়েছে। এয়ারফোর্স স্টেশন থেকে সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে সতর্ক করতে ক্রমাগত বাজানো হচ্ছে সাইরেন। 

চণ্ডীগড়ে বাজতে শুরু করেছে এয়ার সাইরেন। শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ প্রশাসনের। বলা হয়েছে, তাঁরা যেন বারান্দাতেও না বের হন। একেবারে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। 

রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে গিয়েছে পাকিস্তান।  ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামায় ভারত। জানিয়েছে ভারতীয় সেনা।  ভিডিও-ও প্রকাশ করেছে ভারতীয় সেনা। আতঙ্কে POK-তে রাতভর বাজানো হয় সাইরেন সাইরেন। উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ধ্বংস করে ভারতীয় সেনা। কামাল দেখিয়েছে L 70 আর্টিলারি , ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম। ফলে বড় বাঁচা বেঁচে গিয়েছে জম্মু-কাশ্মীর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন এলাকার মানুষ। 

সায়রেন কতক্ষণ আগে বাজে

এয়ার রেড সায়রেন এক বিশেষ ধরনের শব্দ।  আকাশপথে হামলা বা মিসাইল আক্রমণ সম্পর্কে সতর্ক করতে বাজানো হয় সাইরেন।  যদিও অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সময়ও এই সাইরেন বাজানো হয়।  যখনই শত্রুর পক্ষ থেকে আমাদের দেশের আকাশসীমায় কোনও রকেট, যুদ্ধবিমান অথবা মিসাইল প্রবেশ করে, তখনই তা টের পেয়ে যায় এয়ারফোর্স। তখনি তারা আক্রমণের সম্ভাব্য এলাকায় রেড অ্যালার্ট জারি করে ।  সায়রেন বাজানো হয়।  মানুষকে ঘরের মধ্যে আশ্রয় নেওয়ার কথা বলা হয়। 

এরই মধ্যে  বড় সিদ্ধান্ত নিয়েছে নৌ সেনা। আগামী ১২ মে পর্যন্ত আরব সাগরে যুদ্ধ অনুশীলন করবে নৌ সেনা। ১৩ মে পর্যন্ত আরব সাগরে অনুশীলন করার কথা পাক নৌসেনার। বৃহস্পতিবার রাত থেকেই পাকিস্তানের বিভিন্ন শহরে বড় অপারেশন চালাচ্ছে ভারত। তৎপর ভারতের  ভারতীয় নৌ সেনাও। বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একযোগে আক্রমণ চলছে জল - স্থল - অন্তরীক্ষে।