বিশ্বের দরবারে ভারতের ভানাকে প্রতিষ্ঠা দিতে গিয়েছে প্রতিনিধি দল। দেশের সন্ত্রাসবিরোধী নীতি, অপারেশন সিঁদুর নিয়ে স্পষ্ট বার্তা দিতে দেশে দেশে পৌঁছে গিয়েছে প্রতিনিধি দল। তারই একটিতে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। ‘অপারেশন সিঁদুর’-এ নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা প্রকাশ করেছিল কলম্বিয়া সরকার। ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল সেই দেশে গিয়ে কলম্বিয়ার বিবৃতি নিয়ে হতাশা প্রকাশ করে। তারপর ভারতের দর্শন, পরিস্থিতি সবটাই ব্যক্ত করে। শশীর ব্যাখ্যাতেই বদলে গেল কলম্বোর ভাবনা। পাকিস্তানের পাশ থেকে সরে এসে 'অপারেশন সিন্দুর' প্রসঙ্গে দেওয়া শোকবার্তা প্রত্যাহার করল কলম্বিয়া।
দক্ষিণ আমেরিকার দেশটি প্রথমে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। ভারতের প্রতিনিধি দল সেখানে গিয়ে তাঁদের এই অবস্থান সম্পর্কে হতাশা প্রকাশ করে। শশীর ব্যাখ্যা শুনে, ভারতের অবস্থান বুঝে, নতুন করে বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কলম্বিয়া। তারুর এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁকে কলম্বিয়ার তরফে জানানো হয়েছে তাঁরা এবার পুরো বিষয়টি বুঝেছেন। তাই তারা আগের বিবৃতি প্রত্যাহার করেছেন । কলম্বিয়া সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারত। শশীর বক্তব্য শোনার পর কলম্বিয়ার উপ-বিদেশমন্ত্রী রোসা ইয়োলান্ডা জানান, তাঁরা ভারতের প্রতিনিধি দলের থেকে যে ব্যাখ্যা পেয়েছেন, তাতে তাঁরা কাশ্মীরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে যে বিশদে জানতে পেরেছেন। কলম্বিয়া ছাড়াও শশীর নেতৃত্বাধীন দল যাচ্ছে আমেরিকা, পানামা, গুয়ানা এবং ব্রাজিলে।
২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান তুলে ধরতে ভারতীয় সাংসদদের একটি সর্বদলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশ সফর করছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তানের ক্রমাগত মদত দেওয়ার বিষয়টি বিশ্বের কাছে তুলে ধরছেন তাঁরা। সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতার নীতি তুলে ধরছেন শশী তারুররা। তাঁর নেতৃত্বে প্রতিনিধিদলের কলম্বিয়ায় গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। ' অপারেশন সিন্দুর '-এর ব্যাখ্যা দেন। পহেলগাঁওতে কতটা ঘৃণ্য সন্ত্রাসবাী হামলা হয়েছিল, তা তুলে ধরেন। তারপর পাকিস্তানের প্রতি কলম্বিয়ার সমবেদনা প্রকাশ নিয়ে হতাশা প্রকাশ করেন তারুর । তারপরই মত বদলায় কলম্বিয়া।