নয়াদিল্লি : বিরোধী দলের সাংসদদের টানা স্লোগান ও বাধাদান। সংসদের উভয় কক্ষে দুপুর পর্যন্ত মুলতুবি ঘোষণা হল। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। সঙ্গে চলে টানা স্লোগান, প্রচার-পুস্তিকা ছোড়া হয়। যার জেরে মধ্যস্থতা করেন স্পিকার এম বিড়লা। কার্যবিবরণী শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকার প্রতিবাদী সাংসদদের ভর্ৎসনা করে বলেন, "মাননীয় সদস্যগণ, আপনারা কি সংসদকে ব্যাহত করতে চান? আপনারা কি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে চান না ? আপনারা বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করা উচিত। তাহলে আপনারা কেন সংসদকে তা করতে দিচ্ছেন না?"