নয়াদিল্লি :  পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে  হত্যা, সিঁদুর মুছে দেওয়ার পাল্টা অপারেশন চালাল ভারত। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর।  মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস। দুর্মুষ করে দিল সন্ত্রাসবাদীদের আস্তানা। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে লস্কর-হিজবুল-জইশের ঘাঁটিতে ভারত করল এয়ারস্ট্রাইক। ধ্বংস করা হল জঙ্গিদের হেড কোয়ার্টার। এই  ঘটনার পর স্পাইসজেট সহ অন্যান্য বিমান সংস্থাগুলি বেশ কয়েকটি বিমানবন্দরের জন্য একটি নতুন ফ্লাইট অ্যাডভাইজরি জারি করেছে।  

সারা দেশে ২০০-র বেশি উড়ান বাতিল করা হল। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, আকাসার ২০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। বাতিল করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উড়ানও। দেশের ১৮টি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল পরিষেবা। বিশেষতউত্তর ও পশ্চিম ভারতের ১৮টি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করা হল পরিষেবা। তালিকায় রয়েছে শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, জোধপুর বিমানবন্দর। জয়সলমির, সিমলা, ধর্মশালা, জামনগর বিমানবন্দরেও সাময়িকভাবে পরিষেবা বন্ধ    ।       

বিমান চলাচল নিয়ে সিদ্ধান্ত

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো ঘোষণা করেছে, এই হামলার পর বিমান ওঠানামার বিষয়টি প্রাভাবিত হবে। ভ্রমণকারীদের তাদের ভ্রমণের আগে আপডেটগুলিতে নজর রাখার কথা বলা হয়েছে।  X আপডেটে,বিমান সংস্থাগুলি জানিয়েছে,   ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দরগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

পাকিস্তান কী বলল

এদিকে ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে নেয় পাকিস্তান। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে  লাহৌর-শিয়ালকোট বিমানবন্দর। পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে এমার্জেন্সি।  প্রথমে হম্বিতম্বি করলেও, ভারতীয় পরাক্রম দেখে পরে ঢোঁক গিলে নিয়েছে তারা। দিশাহারা হয়ে, সীমান্ত লাগোয়া গ্রামে গুলিবৃষ্টি শুরু করেছে পাক সেনা।  

ভারতীয় বায়ুসেনার পাইলটরা কেমন আছেন

উরি বা পুলওয়ামা হামলার পরে, কখনও পাকিস্তানে তো কখনও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে প্রত্যাঘাত করেছিল ভারত। আর এবার আক্রমণ হল দু'জায়গাতেই। শুধু পাক অধিকৃত কাশ্মীরেই নয়, আন্তর্জাতিক সীমা পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে-তে ঢুকে প্রত্যাঘাত করল ভারত। ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়েছে,  অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন। অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী ভারতীয় বায়ুসেনার সকল পাইলট সুরক্ষিত আছেন।