India Pakistan Conflict : ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) নিয়ে ফের অস্বস্তি বাড়ল আমেরিকার, বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সৌজন্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার (Pakistan Foreign Minister Ishaq Dar)। বিস্ফোরক স্বীকারোক্তি পাক মন্ত্রীর। জেনে নিন, কী বলেছেন তিনি।
পাক বিদেশমন্ত্রী হাটে হাঁড়ি ভাঙলেনঅপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের পরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। ট্রাম্প আগে থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা প্রকাশ করতেই বিরোধীদের প্রশ্নবানের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী। কেন ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির কথা কোনও তৃতীয় পক্ষ ঘোষণা করবে, তা নিয়ে সংসদে তুলকালাম করে দিয়েছিল বিরোধীপক্ষ। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যেই জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কোনও তৃতীয় পক্ষের কথা শুনে হয়নি।
এবার সেই কথাই শোনা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের মুখে। তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল আমেরিকা, ভারত তাতে রাজি হয়নি। এখানেই শেষ হয়নি বিস্ফোরক স্বীকারোক্তি। পাক বিদেশমন্ত্রী আরও বলেছেন, ইসলামাবাদ যুদ্ধ থামাতে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর কাছে ট্রাম্পের মধ্যস্থতার দাবি তুলেছিলেন। যদিও শীর্ষ মার্কিন কূটনীতিক এই বিষয়ে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন, নয়াদিল্লি সবসময় ভারত ও পাকিস্তানের যাবতীয় বিষয় 'কড়াভাবে দ্বিপাক্ষিক' হিসাবেই দেখে।
কী বলেছেন দারদুই দেশের যুদ্ধবিরতি নিয়ে দার বলেন, "আমরা তৃতীয় পক্ষের জড়িত থাকার বিষয়ে আপত্তি করি না, তবে ভারত স্পষ্টভাবে বলে আসছে-এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় কোনও আপত্তি নেই। তবে আলোচনা ব্যাপক হতে হবে। আগেও আমরা সন্ত্রাসবাদ, বাণিজ্য, অর্থনীতি, জম্মু ও কাশ্মীরের মতো বিষয়ে আলোচনা করেছি।"
আগেও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানেনি ভারতভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়ে আরও তথ্য় দিয়েছেন খোদ পাক বিদেশমন্ত্রী। তিনি জানান, ওয়াশিংটন এর আগে মে মাসে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। বলেছিল- ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা একটি নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে। কিন্তু ২৫ জুলাই ওয়াশিংটনে রুবিওর সঙ্গে এক পরবর্তী বৈঠকে দারকে বলা হয়- ভারত এই প্রস্তাবে সম্মত হয়নি।
এখন কোন অবস্থায় রয়েছে ভারত-পাকিস্তানের আলোচনা দার বলেছেন, “ভারত বলেছে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। আমরা কোনও কিছুর জন্য ভিক্ষা করছি না। আমরা একটি শান্তিপ্রিয় দেশ, আমরা বিশ্বাস করি যে আলোচনা এগিয়ে যাওয়ার পথ; তবে আলোচনার জন্য দুজনের এগিয়ে আসা প্রয়োজন,” দার বলেন, ভারত যদি সাড়া দেয় তবে পাকিস্তান এখনও আলোচনায় অংশ নিতে ইচ্ছুক।