Operation Sindoor Live Blog: 'পাক সেনার সঙ্গে লড়াই নয়, লড়াই জঙ্গিদের সঙ্গে', ফের অবস্থান স্পষ্ট ভারতীয় সেনার

West Bengal Live Update: সব খবর জেনে নিন সবার আগে, এক ক্লিকে

ABP Ananda Last Updated: 13 May 2025 01:03 AM

প্রেক্ষাপট

কলকাতা: আজ রাত ৮-টায় দেশবাসীর উদ্দেশে বলবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।পহেলগাঁওকাণ্ডের পরে পাকিস্তানকে প্রত্যাঘাত। পহেলগাঁওকাণ্ডের পরে এই প্রথম জাতীর উদ্দেশে ভাষণ। পাকিস্তানের বিরুদ্ধে আজ কোনও বড়...More

India Pakistan News: ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতির কথা দু'দেশের আগে, ডোনাল্ড ট্রাম্প কীকরে ঘোষণা করলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে

ভারত-পাকিস্তানের মধ্য়ে সংঘর্ষ বিরতির কথা দু'দেশের আগে, ডোনাল্ড ট্রাম্প কীকরে ঘোষণা করলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে--- শুক্রবার পাকিস্তানের নুর খান এয়ারবেসকে ভারত টার্গেট করার পর, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন এবং বিকল্প ভেবে দেখতে বলেন। প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদি সব শুনলেও কোনও প্রতিশ্রুতি দেননি।