নয়াদিল্লি : ১৪০ কোটির মন ভেঙে দিয়েছিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, আর এর ঠিক ১৬ দিনের মাথায়, পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিল ভারত। অপারেশন সিন্দুরে উড়িয়ে দেওয়া হল জঙ্গিদের একের পর এক ঘাঁটি। গত মাসের ২২ তারিখ। মুছে গিয়েছে এত মেয়ের সিঁদুর। নিরীহ, নির্দোষ, নিরস্ত্র পুরুষদের ধর্ম বেছে বেছে হত্যা করা হয়। জঘন্য, নিন্দনীয়, নৃশংস এই ঘটনার জবাব দিল ভারত। বদলার অপারেশন, 'অপারেশন সিন্দুর'। প্রত্যাঘাতের পর স্বামীর ছবি হাতে নিয়ে হাউ হাউ করে কেঁদে ভাসালেন শুভম দ্বিবেদীর স্ত্রী।
"আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আমার পুরো পরিবারের তার উপর আস্থা ছিল, এবং তিনি যেভাবে (পাকিস্তানকে) জবাব দিয়েছেন, তাতে তিনি আমাদের আস্থাকে বাঁচিয়ে রেখেছেন। এটাই আমার স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমার স্বামী যেখানেই থাকুন না কেন, তিনি আজ শান্তিতে থাকবেন।" বললেন ঐশ্বন্যা ।
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের ২টি জায়গা, মুরিদকে এবং শিয়ালকোট। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কোটলি এবং ভীমবের। এছাড়াও গুলপুর ও চক আমরুতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।
ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করল পাকিস্তান। ৬টি জায়গায় ভারতের ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা বলে পাকিস্তান দাবি করেছে। পাক সেনার দাবি, ভারতের হামলায় ৮ জন নিহত, আহত হয়েছেন ৩৫ জন। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে হিজবুলের ট্রেনিং সেন্টার ধ্বংস, মুজফ্ফরাবাদে লস্করের ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে ভারত।