পহেলগাঁও হামলার প্রত্যাঘাত 'অপারেশন সিন্দুর'-এর পর ভারতীয় সেনার সাংবাদিক বৈঠক করে জানায়, 'বারবার ভারতে হামলা হতেই থাকে। এবার পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ২৩ এপ্রিলই প্রত্যাঘাতের সিদ্ধান্ত হয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ঠিক করে নেয় দেশ। তার জন্য সমস্ত তথ্য জোগাড় করেই পাল্টা হামলার ছক করে সেনা।
বিদেশ সচিব বলেন, এর আগেও সন্ত্রাসের শিকার হয়েছেন ৩৫০-র বেশি ভারতীয় নাগরিক। লস্করের শাখা TRF পহেলগাঁওয়ে হামলা চালায়। সীমান্ত পেরিয়ে যোগ্য জবাব দিয়েছে ভারত। বিদেশ সচিব জানান, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল কাশ্মীরের জনজীবন, পর্যটন। বিকাশের পথে ফিরছিল জম্মু-কাশ্মীর। পর্যটন থেকে স্বনির্ভর হচ্ছিলেন কাশ্মীরিরা। কাশ্মীরের উন্নয়ন রুখতে পরিকল্পিত হামলা বলেই মনে করছে দেশ।
গোয়েন্দা সূত্র থেকে পরিষ্কার, স্পষ্ট হয়ে গেছে জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান। বিক্রম বলেন, পহেলগাঁওয়ের ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। বরং এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করে বারবার । তবে ভারতীয় সেনার কাছে খবর ছিল, এর পিছনে মদত তাদেরই।
গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, আগামী দিনেও আরও বড় হামলা হতে পারে। তাই এই প্রত্যাঘাত দরকার ছিল। সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলার প্রয়োজন ছিল। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ।
সেনার তরফে জানান হল, ১৫ দিনের মাথায় পহেলগাঁওয়ে ২৬ জনকে খুনের বদলা নিয়েছে ভারত। কিন্তু সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়নি। টার্গেট করা হয়নি পাক সেনাকেও। বরং অত্য়াধুনিক রাফাল গুঁড়িয়ে দিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। অপারেশনে ব্য়বহার করা হয়েছে অত্যাধুনিক স্কাল্প মিসাইল। ১৩০০ কেজির এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের একের পর এক আস্তানা। জইশের ৪টি ঘাঁটি, লস্করের ৩টি ঘাঁটি এবং হিজবুল মুজাহিদিনের ২টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। উড়িয়ে দেওয়া হয়েছে বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর। জানা গিয়েছে, মাসুদের পরিবার ও সহযোগী মিলিয়ে রাখা গিয়েছে ১৪ জন। পাক অধিকৃত মুজাফ্ফরবাদে হিজবুলের হেড কোয়ার্টারও গুঁড়িয়ে দিয়েছে ভারত। মুরিদকেতে লস্করের হেড কোয়ার্টারও ধুলিসাৎ। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কোটলি, ভীমবের, চক অমরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হেনেছে ভারত।
আজকের সব খবর জানতে নজর রাখুন নিচের লিঙ্কে -