নয়াদিল্লি: চিনের স্মার্টফোন কোম্পানি অপো সে দেশে নিয়ে এল তাদের নয়া স্মার্টফোন অপো এ৯২এস। এই ফোন কাজ করবে ৫জি নেটওয়ার্কে। এছাড়া এতে রয়েছে কড রিয়ার ক্যামেরা ও ডুয়েল পাঞ্চহোল ডিসপ্লে।

ফোনের দুটি ভ্যারিয়েন্ট। একটিতে ৬জিবি র‌্যাম  আর ১২৮ জিবি স্টোরেজ, দাম ২৩,৭০০ টাকার মত। অন্যটিতে ৮ জিবি  র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, দাম ২৭,০০০ টাকার কাছাকাছি। ২৯ এপ্রিল থেকে শুরু হবে এই ফোনের বিক্রি।
ফোটোগ্রাফির জন্য এতে রয়েছে কড রিয়ার ক্যামেরা সেটআপ। সেলপির জন্য ডুয়াল সেলফি ক্যামেরা সেন্সরশিপ। তবে এই স্মার্টফোনের ফিচারের ব্যাপারে এখনও বিশেষ কিছু জানায়নি কোম্পানি। জানা যাচ্ছে, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে রয়েছে। পাওয়ারের জন্য রয়েছে ৪০০০ এমএইচএ-র ব্যাটারি, সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।  রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ এমএম অডিও জ্যাক আর ৫জি সাপোর্ট। এছাড়া নিরাপত্তার জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এ দেশে এই ফোন কবে আসবে এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, লকডাউন উঠে গেলেই চলে আসতে পারে এই অপো স্মার্টফোন।