নয়াদিল্লি : লোকসভা ভোটের আগে আর কয়েকদিন। তার আগে নিজেদের গুছিয়ে নিতে আজ বৈঠকে বসছে বিজেপি-বিরোধী শিবির। বিরোধী দলগুলির যৌথ মঞ্চ I.N.D.I.A-র আজ বৈঠক দিল্লিতে। রাজধানীর এই কৌশলী বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে, সঙ্গে যৌথ সভা-সমাবেশের ব্লু প্রিন্টও আজই ঠিক করে নেওয়া হতে পারে। 


এদিকে গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে একযোগে লোকসভা ও রাজ্যসভায় বিরোধীদলের ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। গত সপ্তাহে সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় তাঁরা কৈফিয়ৎ তলব করেন। তা নিয়ে প্রতিবাদে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। এত সাংসদের সাসপেনসন নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে জাতীয় রাজনীতিতে। কারণ, গত সপ্তাহেই ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁরা নিরাপত্তাজনিত ত্রুটির বিষয়ে স্বচ্ছতা রাখার দাবি জানিয়েছিলেন। 


এই বৈঠকের ঠিক আগের দিনই, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে এই বিরোধী জোটের মুখ করার দাবি তুলেছে তৃণমূল। যা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূলের এই দাবি কি বিরোধী জোটের অন্য়ান্য় দল নীরবে মেনে নেবে ? কারণ, এই জোটে  নীতীশ কুমারের মতো প্রবীণ নেতা রয়েছেন। যিনি প্রায় ১৭ বছর ধরে বিহারের মুখ্য়মন্ত্রী পদে। পাশাপাশি রেল, পরিবহণ, কৃষির মতো কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। এর আগে জেডিইউ নেতারাও একইভাবে বিভিন্ন সময় নীতীশ কুমারের নাম ভাসিয়ে দিয়েছেন। অগাস্ট মাসে মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে, নীতীশের দলের নেতা এবং তাঁর মন্ত্রিসভার সদস্য় জামা খান বলেছিলেন, দেশের মানুষ নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। নীতীশের পাশাপাশি 'INDIA' জোটে অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতাও রয়েছেন, যাঁর দল আম আদমি পার্টি, বর্তমানে একার জোরে দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে। দেশের সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্য়ে, সেই ৮০ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদবও এই 'ইন্ডিয়া' জোটের শরিক। কথায় বলে, দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। ফলে, সেখানে সমাজবাদী পার্টি ভাল ফল করলে, অখিলেশ যাদব যে প্রধানমন্ত্রী পদের বড় দাবিদার হয়ে উঠবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। 


আরও পড়ুন ; আডবাণী-জোশিকে যোগ না দেওয়ার অনুরোধ, রাম মন্দিরের উদ্বোধনীতে আমন্ত্রিত তালিকায় কারা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে