অযোধ্যা : পরের মাসেই বিশাল জাঁকজমক করে পথচলা শুরু হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের। কিন্তু, সেই অনুষ্ঠানে থাকতে পারবেন না বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ও কেন্দ্রীয়মন্ত্রী মুরলীমনোহর জোশি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পত রাই। তিনি বলেন, "মুরলী মনোহর জোশি ও লালকৃষ্ণ আডবাণী অনুষ্ঠানে থাকতে পারবেন না। তাঁদের স্বাস্থ্য ও বয়সজনিত কারণে। উভয়েই পরিবারের বড় এবং তাঁদের বয়সের কথা ভেবেই, না আসতে অনুরোধ করা হয়েছে। অনুরোধ তাঁরা গ্রহণ করেছেন।"
প্রসঙ্গত, রাম মন্দির আন্দোলনের একেবারে সামনের সারিতে থেকেছেন আডবাণী-জোশি। ২০১৯ সালের ৯ নভেম্বর এই সংক্রান্ত মামলায় রায় দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, বিতর্কিত ওই জমি রাম জন্মভূমি মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্টকে দেওয়া হবে। এর পাশাপাশি আদালত এও জানায়, মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি ক্ষতিপূরণ বাবদ দিতে হবে।
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকবেন ?
চম্পত রাই জানান, আধ্যাত্মিক গুরু দলাই লামা, কেরলের মাতা অমৃতানন্দময়ী , যোগগুরু বাবা রামদেব, অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অরুণ গোভিল, চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর, শিল্পপতি মুকেশ আম্বানি, অনিল আম্বানি, প্রখ্যাত চিত্রকর বাসুদেব কামাত, ইসরোর অধিকর্তা নীলেশ দেশাই এবং আরও অনেক পরিচিত ব্যক্তিত্ব অনুষ্ঠানে যোগ দেবেন।