বহরমপুর : " দিল্লিতে প্রশান্ত কিশোরের বৈঠক আমাদের দলের বৈঠক না। সেখানে কাকে ডাকা হচ্ছে না হচ্ছে তা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু বলার নেই। প্রশান্ত কিশোর আমাদের ভাগ্য বিধাতা নন। প্রশান্ত কিশোর যাদের ভাগ্যবিধাতা তারা আলোচনা করবে।" দিল্লিতি শরদ পাওয়ারের নেতৃত্বে বিরোধী দলগুলির বৈঠক প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
গতকাল দিল্লিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার। দুই সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসেন তাঁরা। তার পরই আজ বিরোধী বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে ১১ জুন মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছিল। পর পর কয়েকদিনের ব্যবধানে এই বৈঠকের পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পরের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলায় "মিশন ২০২৪"-এর পরিকল্পনায় বিরোধীদের এককাট্টা করার জন্যই এই উদ্যোগ বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি।
যদিও সামগ্রিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল একটি মহলের তরফে দাবি করা হয়েছে, বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ারের নেতৃত্বে আজ তৃতীয় ফ্রন্ট তৈরির জন্য কোনও বৈঠক করা হচ্ছে না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনীতিক ও বুদ্ধজীবীদের এই জমায়েত বলে দাবি করা হয়েছে। তাঁদের মতে, ২০১৮ সালে তৈরি হয় রাষ্ট্র মঞ্চ। সেই মঞ্চের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য সম্প্রতি শরদ পাওয়ারের কাছে আবেদন জানান যশবন্ত সিনহা। প্রাক্তন এই বিজেপি নেতা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। কাজেই এই বৈঠক রাষ্ট্র মঞ্চের উদ্যোগ বলে জানিয়েছেন এনসিপি-র অন্যতম নেতা প্রফুল প্যাটেল।
এদিকে দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছেন- তৃণমূল নেতা যশবন্ত সিনহা, বিশিষ্ট সঙ্গীতকার জাভেদ আখতার, রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। রয়েছেন আপের প্রতিনিধি, যোগ দিয়েছেন সিপিএম নেতা নীলোৎপল বসু। তবে নেই কংগ্রেসের কোনও প্রতিনিধি। অর্থাৎ অবিজেপি, অ-কংগ্রেসি নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।