ঝিলম করঞ্জাই, কলকাতা : তিলোত্তমায় ফের অঙ্গদানের (Organ Transplant) অনন্য এক নজির। ব্রেথ ডেথ (Brain Death) হওয়া ব্যক্তির থেকে অঙ্গ পেয়ে নবজীবনের পথে চারজন। বুধবার সকালে দুর্ঘটনায় জখম ৫৬ বছরের রোগীকে এসএসকেএম (SSKM) ট্রমা কেয়ার সেন্টারে (Tramua Care Center) ব্রেন ডেথ ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, লিভার ও দুটি কিডনি এসএসকেএমেই তিনজনের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে। হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হচ্ছে হাওড়ার নারায়ণা হাসপাতালে ভর্তি এক রোগীর দেহে। সবমিলিয়ে শহর ফের একবার বলল, মানুষ মানুষের জন্য। শরীরের মৃত্যু হয়। মনুষ্যত্বের নয়। 


গত ৩ ডিসেম্বর দুর্ঘটনায় গুরুতর আহত হন উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা বছর ৫৬-এর সূর্যকান্ত মণ্ডল। তারপর ৪ দিন যমে-মানুষে টানাটানি চলার পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় সূর্যকান্ত মণ্ডলের। পরিবারের অনুমতি নিয়ে শুরু হয় অঙ্গ গ্রহীতার খোঁজ। দুর্ঘটনার জেরে এরকম অস্বাভাবিক মৃত্যুর পর যাতে তিনি অন্য কারোর শরীরে বেঁচে থাকেন, এই ভাবনা-প্রত্যাশায় অঙ্গদানের ভাবনা নেয় সূর্যকান্তের পরিবার।


এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, লিভার ও দুটি কিডনি এসএসকেএমেই তিনজনের শরীরে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে এক বছর ৫৬ বছরের ব্যক্তির শরীরে অঙ্গদাতার হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিকেলে গ্রিন করিডোরে সূর্যকান্তের হৃৎপিণ্ড পৌঁছয় হাওড়ায়। নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর প্রতীক জৈন বলেছেন, 'মাল্টিপল হার্ট ফেলিওর হয়েছে এক শিবপুরের বাসিন্দার, রোটোতে নাম নথিভুক্ত করি। দু-তিন মাস ক্রিটিক্যাল ছিলেন। হার্ট পাওয়া গেছে। যার জেরে এবার চতুর্থতম অপারেশন এখানে।' 



এদিকে, কলকাতার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক (Blood Bank) চষে ফেলেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বিরলতম  হওয়ায় কোথাও মেলেনি কাঙ্খিত ব্লাড গ্রুপের রক্ত। শেষমেশ, এসএসকেএমের (SSKM) রোগিণীর জন্য ভিনরাজ্য থেকে আনা হল বিরলতম বম্বে O নেগেটিভ গ্রুপের রক্ত। এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসএসকেএমের রোগিণীর জন্য ভিনরাজ্য থেকে এসেছে বিরলতম 'বম্বে O-' গ্রুপের রক্ত। এবার দ্রুত অস্ত্রোপচারে দুরারোগ্য সমস্যা কাটবে বলেই প্রত্যাশা সব মহলে।


আরও পড়ুন- আলোর দিশা, ভিনরাজ্য থেকে এসএসকেএমে এল বিরলতম 'বম্বে ০-' ব্লাড গ্রুপের রক্ত