নয়াদিল্লি: করোনার ধাক্কায় অনাথ অথবা অভিভাবকহীন শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য নথিভুক্ত করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, করোনার ধাক্কায় অনাথ অথবা মা-বাবার মধ্যে যে কোনও একজনের মৃত্যু হলে, ওই পরিবারের শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য কোভিড কেয়ার লিঙ্কের মাধ্যমে বাল স্বরাজ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এনিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবকে চিঠি দিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। 


চলতি সপ্তাহের বুধবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন করোনার জেরে দেশজুড়ে ৫৭৭ জন শিশু অনাথ বা অভিভাবকহীন হয়ে পড়েছে। ১ এপ্রিল তারিখ পর্যন্ত এই পরিসংখ্যান তুবে ধরেছেন তিনি। একইসঙ্গে তিনি জানান, এই সব শিশুদের সাহায্য এবং সুরক্ষার ব্যবস্থা করবে সরকার।


শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্য সহ কেন্দ্রশাসিতগুলিকে সংশ্লিষ্ট শিশুদের শনাক্ত করতে এবং তাদের ত্রাণ সরবরাহের নির্দেশ দিয়েছে। এদিন শুনানিতে দেশের শীর্ষ আদালত রাজ্যগুলিকে বলে রাস্তায় অনাহারে থাকা শিশুদের যন্ত্রণা বুঝতে হবে। একইসঙ্গে পরবর্তী নির্দেশের আগে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিক রাজ্য, তাও জানিয়েছে আদালত। এরপরই শিশুদের তথ্য নথিভুক্ত করতে এই পদক্ষেপ নিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। বিস্তারিত তথ্য দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করেছে কমিশন।


বিচারপতি এল এন রাও এবং অনিরুদ্ধ বেঞ্চ এদিন শুনানিতে নির্দেশ দেয়, শনিবার বিকেলের মধ্যে জেলা প্রশাসনকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। যেখানে বলা হয়, যে শিশুরা করোনার জেরে অনাথ বা অভিভাবকহীন হয়ে পড়েছে তাদের শনাক্ত করতে হবে। এরপর তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে রাজ্যগুলিকে। গতকাল, শুক্রবার ওই শুনানিতে বেঞ্চ নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট শিশুদের পরিস্থিতি এবং এই ক্ষেত্রে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করল তা জানাতে হবে শীর্ষ আদালতকে।