গুয়াহাটি: করোনার জেরে বাবা-মা হারানো শিশুদের জন্য এগিয়ে এল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, কোভিডে অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব নেবে রাজ্য সরকার। প্রতি মাসে শিশুর দায়িত্ব নেওয়া অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে ৩৫০০ টাকা।
কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে শিশুদের ওপর। ইতিমধ্যেই কোভিড মহামারীতে অভিভাবহীন হয়েছে ৫৭৭ জন শিশু। বিভিন্ন রাজ্যের এই অনাথ শিশুদের ওপর নজর রাখছে কেন্দ্র। শনিবার অসমে কোভিডে অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন হিমন্ত বিশ্বা শর্মা বলেন, ''কোভিডের জেরে অনাথ শিশু যাদের কোনও আত্মীয় পরিজন নেই, তাদের আবাসিক প্রতিষ্ঠানে পাঠানো হবে। ওই শিশুদের সব দেখভালের দায়িত্ব নেবে রাজ্য সরকার।''
তবে শুধু অসমই নয়, করোনায় বাবা-মা হারা শিশুদের জন্য এগিয়ে এসেছে কর্ণাটক, তামিলনাড়ু ও হরিয়ানার সরকার। 'বাল সেবা স্কিমের' অধীনে শিশুদের দেখভালের দায়িত্ব নেওয়া ব্যক্তিদের ৩৫০০ টাকা করে দেবে কর্ণাটক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, ওই শিশুদের জন্য ৫ লক্ষ টাকা সাহায্য দেবে তামিলনাড়ুর সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, মুখ্যমন্ত্রীর 'বাল সেবা যোজনা'র আওতায় শিশুদের জন্য ২৫০০ টাকা করে দেবে সরকার। ১৮ বছর পর্যন্ত প্রতি মাসে এই টাকা দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, কোভিড মহামারীর জেরে দেশে প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ মানুষ। আমেরিকা, ব্রাজিলের পর বিশ্বে সবথেকে বেশি কোভিডে মৃতের সংখ্যা ভারতে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কোভিডে মৃতের এই ডেটা পেয়েছে সরকার। সূত্রের খবর, কোভিডে বাবা-মাকে হারিয়ে এখন এইসব অনাথ শিশুরা তাদের আত্মীয় বা পরিচিতদের কাছেই রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই অনাথ শিশুদের বিষয়ে খবর রাখছে কেন্দ্র।
দেশের এই অনাথ শিশুদের স্বার্থে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের 'নন ইনস্টিটিউশনাল চাইল্ড কেয়ার' ফান্ডের মাধ্যমে ১০লক্ষ টাকা করে প্রতিটি জেলাকে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই অনাথ শিশুদের পাচারের বিষয়ে আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে রাজ্য সরকারগুলির সঙ্গে কথা বলে পুলিশকে সতর্ক হতে বলা হয়েছে।