কলকাতা: প্যারাসাইট-ই প্রথম অমার্কিন ছবি যা অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে। দক্ষিণ কোরীয় এই ছবিটি প্রতিযোগিতায় হারিয়েছে জোকার, ফোর্ড ভার্সাস ফেরারি, দ্য আইরিশম্যান, লিটল উওম্যান-এর মত ছবিকে। পৃথিবী জুড়ে প্রচুর উৎসাহ তৈরি করেছে প্যারাসাইট, সকলেই জানতে চান, কীভাবে কোথায় দেখা যাবে ছবিটি।


এ দেশে অবশ্য অল্পদিনের জন্য মুক্তি পেয়েছিল প্যারাসাইট, খুব অল্প লোকেরই দেখা হয়ে উঠেছে। এবার অবশ্য বাকিদের দুঃখ ঘুচতে চলেছে, প্যারাসাইট দেখা যাবে আমাজন প্রাইম ভিডিও-তে। তারিখটাও জেনে নিন, একেবারে আগামীকাল। যদি ভাবেন, ভাষা সমস্যা হবে, তা কিন্তু নয়। ইংরেজি সাবটাইটল তো থাকবেই, করা হয়েছে হিন্দি ডাবিংও।

শুধু সেরা ছবি নয়, সেরা পরিচালক, সেরা মৌলিক স্ক্রিনপ্লে ও সেরা আন্তর্জাতিক ছবির জন্যও অস্কার পেয়েছে প্যারাসাইট। এটি এক দরিদ্র পরিবারের গল্প, যারা নিজেদের উচ্চশিক্ষিত ভান করে কীভাবে এক ধনীী পরিবারকে তাদের কাজে নিয়োগ করতে বাধ্য করে।