নয়াদিল্লি: ভারত সফররত শেখ হাসিনা ওয়াজেদের আলিঙ্গনে উচ্ছ্বসিত প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। রবিবার নয়াদিল্লিতে দুজনের দেখা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী সনিয়া গাঁধী, আনন্দ শর্মা সহ শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করেন। সেখানে মনমোহন সিংহ, আরও অনেকে ছিলেন। ভারত, বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন হাসিনা। আলোচনার ফাঁকেই প্রিয়ঙ্কা, হাসিনা পরস্পরকে জড়িয়ে ধরেন। সেই ছবি ট্যুইট করে কংগ্রেস সাধারণ সম্পাদক লেখেন, শেখ হাসিনাজির কাছ থেকে বহুদিনের পাওনা একটা আলিঙ্গন পেলাম। অনেকদিনই ওনার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে ছিলাম। অপূরণীয়, গভীর ব্যক্তিগত ক্ষতি, কষ্ট সামলে এগিয়ে চলতে ওনার শক্তি, নিজের বিশ্বাসে সাহস, স্থৈর্য্যের সঙ্গে লড়াই আমায় সবসময় বিরাট অনুপ্রেরণা দেয়, দেবে।


ছবিতে পাশে মনমোহন সিংহকেও দেখা যাচ্ছে।
চারদিনের ভারত সফরে আসা হাসিনা ইতিমধ্যেই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের ফাঁকে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামেও হাজির হন হাসিনা। সেখানে নিজের দেশকে দ্রুত বেড়ে চলা অর্থনীতি, আকর্ষণীয় বিনিয়োগের ঠিকানা হিসাবেও তুলে ধরেন তিনি। ২০০৯ থেকে বাংলাদেশের মসনদে আসীন হাসিনা। কেন্দ্রের কংগ্রেস-ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিংহ ২০১১-য় হাসিনার আমলে বাংলাদেশ সফরে গিয়েছিলেন।