শামির ৫ উইকেট, প্রথম টেস্টে ২০৩ রানে জয় ভারতের
Web Desk, ABP Ananda | 06 Oct 2019 01:58 PM (IST)
শামি ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন। রবীন্দ্র জাডেজা ৮৭ রান দিয়ে ৪ উইকেট নেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
বিশাখাপত্তনম: প্রথম টেস্টের শেষ দিন বাংলার পেসার মহম্মদ শামির কামাল। দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট নিলেন তিনি। ভারতীয় দল জিতল ২০৩ রানে। ৭০ রানে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট পড়ে যাওয়ার পর ডেন পিট (৫৬) ও সেনুরান মুথুস্বামী (৪৯ অপরাজিত) দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে তাঁদের পক্ষে ম্যাচ বাঁচানো সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। শামি ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন। রবীন্দ্র জাডেজা ৮৭ রান দিয়ে ৪ উইকেট নেন। অপর উইকেটটি নেন রবিচন্দ্রন অশ্বিন। গতকাল চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল এক উইকেটে ১১। আজ সকালে থিউনিস ডে ব্রুইনকে (১০) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন অশ্বিন। এরপর শামি পরপর তিন উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। তাঁর শিকার হন টেম্বা বাভুমা (০), ফাফ দু প্লেসি (১৩) ও কুইন্টন ডি কক (০)। ভেরনন ফিল্যান্ডার (০) ও কেশব মহারাজকে (০) ফেরান জাডেজা। উইকেটে জমে যাওয়া পিটকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন শামি। তিনিই শেষ উইকেট নেন।