Pahalgam Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের উদ্দেশে একের পর এক কড়া বার্তা দিয়েছেন AIMIM- এর চিফ এবং সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এবার পাকিস্তানকে 'ব্যর্থ দেশ' বলে নিশানা করেছেন তিনি। সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে এক্স মাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, বিহারে কৃষ্ণগঞ্জের একটি সভায় মন্তব্য রাখছেন আসাদউদ্দিন ওয়েইসি। সেখানেই পাকিস্তানকে 'ব্যর্থ দেশ' বলে তোপ দেগেছেন তিনি। শুধু তাই নয়, তাঁকে এও বলতে শোনা গিয়েছে, 'পাকিস্তান কোনওদিন ভারতকে শান্তিতে থাকতে দেবে না। এবার সময় এসেছে ওদের উপযুক্ত জবাব দেওয়ার, যাতে সন্ত্রাসবাদের এই বিষ চিরতরে শেষ হয়ে যায়।' 

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও একহাত নিতে ছাড়েননি ওয়েইসি। তিনি বলেছেন, 'বাংলাদেশেও একজন ভুলভাল বকে চলেছে। বলছে উত্তর-পূর্বে (উত্তর-পূর্ব ভারত) কিছু করবে। আমি ওদেরও বলতে চাই যে, তোমরা যে দেশটা পেয়েছ, সেটাও আমাদের জন্য। নিজেদের দেশে শান্তিতে থাকো। কেউ যখন ভারতের দিকে আঙুল তোলে, তখন আমরা সমস্ত বিভেদ ভুলে একত্রিত হয়ে দাঁড়াই একটা দেওয়ালের মতো।' এইসবের পাশাপাশি পাকিস্তানকে FATF অর্থাৎ Financial Action Task Force- এর 'গ্রে লিস্ট'- ভুক্ত করার দাবিও জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর কথায়, 'পাকিস্তানকে FATF- এর গ্রে-লিস্টের আওতায় আনা উচিত। যত মিসাইল চাও পরীক্ষা করে নাও। কিন্তু মনে রেখো ভারত তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আর সবসময় তাই-ই থাকবে।' 

কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এখনও এই জঙ্গি হামলায় যুক্তরা ধরা পড়েনি। জোরকদমে তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের তল্লাশি অভিযান। ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গির বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়েছে। আর এইসবের মধ্যেই ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক। দুই দেশেই রয়েছে যুদ্ধের আবহ। কড়া প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত। পহেলগাঁওয়ের এই ন্যাক্কারজনক জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।