Shashi Tharoor: 'আমরা বিশ্বকে বলতে চাই, সন্ত্রাসবাদের এমন ঘটনা আবার ঘটলে, আমরা চুপ করে বসে থাকব না', জঙ্গি কার্যকলাপ দমনে এবার কড়া বার্তা দিলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। বর্ষীয়ান কংগ্রেস সাংসদ অপারেশন সিঁদুর প্রসঙ্গে এও বলেছেন, 'আশা করি একটা শিক্ষা তারা পেয়েছে, যারা এই ধরনের হামলা করেছে, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে, আর্থিক সাহায্য করেছে।' শশী তারুরের কথায়, সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের দরবারে নিশ্চিত ভাবেই এটা বোঝাতে সক্ষম হবে যে, সময় এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বের একত্রিত হওয়ার। তিনি আরও বলেছেন, 'আমরা চাই সারা বিশ্ব এটা বুঝুক যে এখন উদাসীনতার সময় নয়। বরং এখন পারস্পরিক শক্তি, পারস্পরিক সংহতি দেখানোর সময়।'
সম্প্রতি হওয়া পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গে কংগ্রেসের সাংসদ বলেছেন, 'সন্ত্রাসবাদীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যারা সাম্প্রতিক নৃশং ঘটনা ঘটিয়েছে, তাদের খোঁজ আমরা বন্ধ করছি না। কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে এইসব লোকেরা কোথায় থাকে, তাদের নিরাপদ আশ্রয় কোথায়, প্রশিক্ষণ কোথায় হয়, অস্ত্র-শস্ত্র, টাকাপয়সা, কোথা থেকে আসে?'
মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ জঙ্গি হামলা ৯/১১- এর কথা জানে সারা বিশ্ব। 'টুইন টাওয়ার' ধ্বংস, অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু, যে পরিমাণে আতঙ্কের সৃষ্টি করেছিল, তার ক্ষত আজও স্পষ্ট। শশী তারুর সংবাদসংস্থা এএনআই- কে জানিয়েছেন, ৯/১১- এর ঘটনার সময় আমেরিকাতেই ছিলেন তিনি। এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কী তা বোঝাতে আমেরিকা গিয়ে নিউ ইয়র্কের ৯/১১ মেমোরিয়াল এবং মিউজিয়ামেও গিয়েছেন শশী তারুর এবং সর্বদলীয় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। অতীতের জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সকলে।
২২ এপ্রিলের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলা, আর তারপর ৭ মে ভারতের প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর। সন্ত্রাসবাদের ভারতের মনোভাব কতটা কড়া, দেশের পদক্ষেপ কতটা সুদৃঢ় সেই বিষয়ে আলোচনার জন্য বিশ্বের দরবারে পৌঁছেছে সর্বদলীয় প্রতিনিধি দল। লক্ষ্য একটাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একত্রিত করা, জঙ্গি কার্যকলাপ কঠোর হাতে দমন করা। ইতিমধ্যেই জাপানের টোকিওতে গিয়ে নিজেদের মতামত পেশ করেছেন সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা। এবার এই দল গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মোট ৫টি দেশে যাবে সর্বদলীয় প্রতিনিধি দল।