শ্রীনগর :  পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে। বৈসরন উপত্যকায় পর্যটকদের খুনে যে সব জঙ্গিরা জড়িত তাদের মধ্যে নাম উঠে এসেছে আসিফ শেখের। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার ত্রাল এলাকায় বিকট বিস্ফোরণে উড়ে গেছে জঙ্গি আসিফ শেখের বাড়ি। যখন পুলিশ এই বাড়ির কাছাকাছি পৌঁছায়, তখন দেখা যায় বাড়ির ভেতর কেউ বা কারা নড়াচড়া করছে। মনে করা হচ্ছে বাড়ির ভেতর মজুত ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক । হয়ত আরও সন্দেহজনকও কিছু ছিল।  

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মোংঘামা এলাকায় জঙ্গি আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন আসিফ শেখের বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। বিপদ আঁচ করে দ্রুত সরে যান তাঁরা। তারপরই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি।  

অন্যদিকে এদিন সকালেই, বেছে বেছে হিন্দুদের হত্যা করার ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর ওরফে আদিল গুরির বাড়িও উড়িয়ে দেওয়া হয় বিস্ফোরণে। অনন্তনাগের বিজবেহরার গুরি এলাকার বাসিন্দা আদিল। সূত্রের খবর, তাঁর বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আদিল। গত বছর জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে।  

পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, প্রথমে শ্রীনগরে যাবেন দেশের সেনাপ্রধান। সেখানে পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন তিনি। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যেখানে নির্বিচারে হত্যালীলা চালানো হয়েছে, সেই ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন সেনাপ্রধান। হামলার পর থেকেই জঙ্গিদের সন্ধানে উপত্য়কা জুড়ে জোরদার তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।  

অন্যদিকে এদিনই  বান্দিপোরার জঙ্গলে এদিন সকাল থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা যায়। এক থেকে দু'জন জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে খবর ছিল । এই খবর পেয়েই জঙ্গল ঘিরে ফেলে অভিযান চালায় ভারতীয় সেনা।  পরে গুলি বিনিময়ে দুই জওয়ান আহত হন। খতম হয় ১ জঙ্গিও ।