নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের। চাপ বাড়ছে পাকিস্তানের উপর। একদিকে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারত। অন্যদিকে, বিশ্বের তাবড় তাবড় দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এই আবহে এবার নিজেদের দেশের নাগরিকদের আপাতত পাকিস্তান সফর থেকে বিরত থাকার পরামর্শ দিল রাশিয়ার দূতাবাস। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে পাকিস্তানে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে এদিন ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সেরে নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চাপানউতোর তৈরি হয়েছে। পাকিস্তানকে কড়া জবাব দিক ভারত, এমনই চাইছে গোটা দেশ। ভারতের তৎপরতায় চাপে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা রাশিয়ার দূতাবাস থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, "পাকিস্তান-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা এবং বেশ কয়েকজন কর্মকর্তার পক্ষ থেকে আসা যুদ্ধের হুঙ্কারের পটভূমিতে, আমরা রাশিয়ার নাগরিকদের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সাময়িকভাবে পাকিস্তান সফর থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।"
অন্যদিকে ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, "নয়াদিল্লিতে ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে ভাল আলোচনা হয়েছে। সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের অবিচল সমর্থনের প্রশংসা করেছি।"
প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই নিরীহ পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের।
সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে ৫ জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সৈফুল্লাহ্। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে বসে পহেলগাঁও হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়। মার্চ মাসে মীরপুরে ওই বৈঠক করে পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিরা।
অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলা। পর্যটকদদের বেছে বেছে হত্যা করেছে জঙ্গিরা। ভূস্বর্গে বেড়াতে এসে আনন্দ বদলে গিয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর তীব্র আতঙ্কে। ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দুদের। যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত।