গুরুগ্রাম : স্বামীর মৃতদেহের পাশে বসে সদ্যবিবাহিতা স্ত্রী। পহেলগাঁও  হামলার পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  হিমাংশী নারওয়াল তাঁর নৌসেনা অফিসার স্বামীকে হারিয়েছেন বিয়ের মাত্র ৬ দিনে মাথায়। জঙ্গিরা কেড়ে নিয়েছে তাঁর সিঁদুর। স্বামীর দেহ সঙ্গে নিয়ে অসহায় স্ত্রীর সেই ছবি ভাইরাল হয়ে যায়।  সদ্য স্বামীহারা  হিমাংশীকে একটি বক্তব্য নিয়ে তীব্র ট্রোলের শিকার হতে হয়। এবার হিমাংশীর সঙ্গে যা ঘটল তা অত্যন্ত ঘৃণ্য। নরওয়াল পরিবারের অভিযোগ, সম্প্রতি তাঁর ছবি বিকৃত করে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ করা হয়। এই ঘটনায় রবিবারই বিহার থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দাবি, ধৃত দুইজন সম্পর্কে বাবা-ছেলে। তাদের আদালতে পেশ করা হয়। হরিয়ানা পুলিশ তাদের রিমান্ডে নিয়েছে।

সূত্রের খবর ধৃত দুজনের নাম মহিবুল হক, গুলাব জালান। পুলিশ সূত্রে খবর এরা অনেকদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল চালায়, যেখানে এই ধরনের ভিডিও ভর্তি। এদির কাজই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে আপলোড করা। পুলিশের সন্দেহ এদের নেটওয়ার্ক বিশাল। এদের কাজই হল, অশ্লীল ভিডিও তৈরি করে এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া , তা থেকে টাকা কামানো। ইউটিউবে ভিডিওটি আপলোড করা হলে বিষয়টি অনেকের নজরে পড়ে।  হিমাংশীর পরিবার পুলিশে অভিযোগ জানায়।  এরপরই পুলিশ তদন্ত শুরু করে । বিহার থেকে বাবা-ছেলেকে আটক করে। মনে করা হচ্ছে , এই কাজ করে অনেকেই একই ছাতার তলায় মুঠো মুঠো টাকা কামায়। বিহারের গোপালগঞ্জ পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

পহেলগাঁওতে নারকীয় হত্যা কাণ্ডে প্রাণ হারান হরিয়ানার  নৌসেনা অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল।  বিয়ে করেই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন কাশ্মীর । ভূস্বর্গে তৈরি করতে চেয়েছিলেন স্বপ্নের দাম্পত্যের সুখস্মৃতি। কিন্তু  ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গিদের  গুলিতে প্রাণ হারান হিমাংশীর স্বামী বিনয়।  অপারেশন সিঁদুরের পর হিমাংশী নরওয়ালের (Himanshi Narwal) ভিডিও ভাইরাল হয়। সারা দেশে আবেগে ভেঙে পড়েছিল স্বামীহারা সদ্য বিবাহিতার ছবি দেখে। অপারেশন সিঁদুরের পর হিমাংশী বলেন, তিনি সন্ত্রাসবাদীদের কাছে কাতর আর্জি জানিয়েছিলেন, মাত্র ৬ দিন আগে আমার বিয়ে হয়েছে। দয়া করে ছেড়ে দিন। জঙ্গিরা বলে,  আমরা যেন মোদিকে গিয়ে এই কথা বলি। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা ও নরেন্দ্র মোদি নিজেই তাদের যোগ্য জবাব দিয়েছেন।