করাচি: সিকিউরিটি ইনচার্জকে দুটি সুগন্ধীর বোতল দিয়ে স্টিং অপারেশন করতে গিয়েছিল পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি চ্যানেল। কিন্তু সেই ফাঁদে পড়ে গেল নিজেরাই!   অ্যাসেম্বলিতে নিরাপত্তার বেহাল দশা নিয়ে স্টিং অপারেশন করতে গিয়েছিল একটি পাক টিভি চ্যানেল। সেইকারণেই সিন্ধ অ্যাসেম্বলি বিল্ডিং-এর নিরাপত্তা রক্ষীকে দুটি সুগন্ধীর বোতল ঘুষ দেয় ওই চ্যানেলের উপস্থাপক ইজহার উল হক ও তাঁর সঙ্গীরা। অ্যাসেম্বলিতে ঢুকে সরাসরি কাপড়ের মধ্যে থাকা লুকোনো আগ্নেয়াস্ত্র বের করে তাঁরা। কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে অ্যাসেম্বলিতে ঢোকার অপরাধে তাঁদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয় স্টিং অপারেশন করতে আসা চ্যানেলের সদস্যদের।   চ্যানেলের এক সিনিয়র প্রযোজক জানিয়েছেন, অ্যাসেম্বলির নিরাপত্তার বেহাল দশা তুলে ধরাই তাঁদের লক্ষ্য ছিল। অথচ তাঁদেরই গ্রেফতার করা হয়েছে।   ক্যামেরাবন্দি ফুটেজে দেখা গিয়েছে পোশাকের মধ্যে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে নিয়ে অ্যাসেম্বলিতে প্রবেশ করেন তাঁরা। সোজাসুজি স্পিকারের সামনে গিয়ে বের করেন সেটি। এতে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত বাকি সদস্যরা।   ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন স্পিকার আঘা সিরাজ দুরানি। কিন্তু বিরোধীরা নিরাপত্তার ব্যবস্থার দুর্বলতাকেই বেশি বড় করে দেখছেন।