নয়াদিল্লি: উস্কানিমূলক আচরণ থেকে বার বার করে সংযত থাকতে বলা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে ভারতের বড় ক্ষতি করতে উদ্যত হল পাকিস্তান। 'দৈনিক ভাস্কর' জানিয়েছে, ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টার পাশাপাশি, ভারতের 'পরমাণু নগরী' পোখরানেও হামলা করা লক্ষ্য ছিল তাদের। সেই লক্ষ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ছুটে আসে পাকিস্তান। কিন্তু ভারতীয় বায়ুসেনা তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। (Pakistan Targeted Pokhran)
বৃহস্পতিবার রাতে ফের ভারতে হামলা চালাতে উদ্যত হয় পাকিস্তান। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গায় একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। তাদের বায়ুসেনার বিমান ভারতের আকাশ ফুঁড়ে ফেলতে উদ্যত হয়। কিন্তু ভারতীয় সেনা আকাশেই তাদের ঠেকিয়ে দেয়। গুলি করে নামায় তাদের যুদ্ধবিমান এবং ড্রোন। এর মধ্যে পাকিস্তান পোখরানকে নিশানা করতে চাওয়াকে ঘিরে উদ্বেগ ছড়াচ্ছে। এদিন পোখরানকে যদিও ছুঁতে পারেনি পাকিস্তান। কিন্তু বিষয়টি ফেলে দেওয়ার মতো নয় বলে মনে করা হচ্ছে। (India-Pakistan Conflict)
এদিন রাজস্থানে সেনার সদরদফতর এবং বায়ুসেনা ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। জয়সলমের, পোখরান এবং ফলোদীতেও হামলা চালাতে উদ্যত হয় তারা। কিন্তু S-400 প্রযুক্তির সাহায্য়ে তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয় ভারত। জয়সলমের, বিকানের, বাড়মের এবং শ্রী গঙ্গানগরে লাল সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে ব্ল্য়াকআউট চলছে। স্থানীয়দের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারত-পাকিস্তান সীমান্তের ১০৭০ কিলোমিটার রাজস্থানে। পরবর্তী নির্দেশ পর্যন্ত সীমান্ত আপাতত বন্ধ রাখা হয়েছে। রাজ্যে জারি হয়েছে উচ্চ সতর্কতা। গুরুত্বপূর্ণ শহরগুলিতে Air Defence প্রযুক্তি চালু করেছে ভারত। চালু রয়েছে ড্রোন প্রতিরোধ প্রযুক্তিও। ২৪ ঘণ্টা পালা করে আকাশে টহল দিচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান। সন্দেহজনক কিছু চোখে পড়লেই জানাতে বলা হয়েছে স্থানীয়দের। সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আজই পোখরান থকে দু'জনকে গ্রেফতার করা হয়।
ভারতের পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার নেপথ্যে পোখরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। পোখরানকে ভারতের 'পরমাণু শহর' বলা হয় তাই। রাজস্থানের জয়সলমের জেলায় অবস্থিত পোখরান। পোখরান শুধুমাত্র ভারতের পরমাউ নীতির প্রতীক নয়, দেশের জাতীয় নিরাপত্তার নিরিখেও অত্যন্ত স্পর্শকাতর। এই পোখরানেই পরমাণু পরীক্ষা করে পৃথিবীর তাবড় দেশকে নিজের শক্তি দেখিয়েছিল ভারত। সেই পোখরানের উপর আগে থেকেই শ্যেনদৃষ্টি ছিল পাকিস্তানের। এদিন সেখানেই হামলা চালাতে উদ্যত হয় তারা।