ইসলামাবাদ: ভারত, আমেরিকার পর পাকিস্তানও নিষিদ্ধ করল চিনা অ্য়াপ টিকটককে। কুরুচিকর কনটেন্টের কারণ দেখিয়ে এই পদক্ষেপ করল ইমরান খানের সরকার। পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জনপ্রিয় চিনা ভিডিও অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। তারা জানিয়েছে, বেআইনি অনলাইন কনটেন্টের উপযুক্ত সংশোধনে কার্যকর মেকানিজম চালু করার সরকারি নির্দেশ পালনে ব্যর্থ হয়েছে অ্যাপ কোম্পানিটি। পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজ এ খবর দিয়েছে।
চলতি বছরে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ায় সমস্যায় পড়েছে টিকটক। ভারত, আমেরিকা ওই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হওয়ার আশঙ্কায়। তাছাড়া লাদাখ সীমান্ত বিরোধের ইস্যুও ভারতের নিষেধাজ্ঞা জারির অন্যতম কারণ।
অবশ্য পাকিস্তানের যুক্তি অন্য। পাকিস্তান টেলিযোগাযোগ অথরিটির বিশ্বাস, সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপটিতে যে ধরনের কনটেন্ট থাকে, তা অনৈতিক, অশোভন, কুরুচিকর এবং পাক যুবসমাজে ভূল মূল্যবোধ ছড়াবে।
চলতি বছরের জুলাইয়ে টিকটকের কনটেন্ট সংশোধনের জন্য শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছিল পাক টেলিকমিউনিকেশন অথরিটি। কিন্তু তা পালিত হয়নি বলে অভিযোগ। অথরিটির কাছে এ ব্যাপারে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। তারা বলেছে, সমাজের নানা মহল থেকে টিকটকে অনৈতিক, অশ্লীল কনটেন্ট থাকছে বলে অভিযোগ পেয়েই তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, নিয়মিত টিকটকে যে ধরনের কনটেন্ট ঘোরাফেরা করছে এবং তা নিয়ে অভিযোগ আসছে, তাতে টিকটককে চূড়ান্ত নোটিস পাঠিয়ে জবাব পাঠানোর জন্য বেশ কিছুটা সময়ও দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, কর্তৃপক্ষ বেআইনি অনলাইন কনটেন্ট সংশোধনে সঠিক মেকানিজম চালু করুক। কিন্তু তারা সেই নির্দেশ পুরোপুরি পালনে ব্যর্থ হয়েছে। অতএব দেশে টিকটক অ্যাপ্লিকেশন বন্ধ করার আদেশ জারি করা হয়েছে। একটি সূত্রের অবশ্য খবর, অথরিটি টিকটককে এখনই নিষিদ্ধ করেনি, আরও কিছুদিন সময় দিয়েছে সতর্কবার্তা মেনে ব্যবস্থা নেওয়ার।