নয়া দিল্লি: বেআইনি মদ রাখার জন্য পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরানের খানের (Imran Khan) ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। এর আগেই প্রধানমন্ত্রীর সৎ-পুত্রের নামে এফআইআর রেজিস্টার হয়েছিল। অভিযোগপত্র অনুসারে, তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র ছেলেকে মদ রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷ পরবর্তী আদেশ না আসা পর্যন্ত আটক রাখা হবে তাঁকে, এমনটাই জানান হয়েছে।
পুলিশ জানিয়েছে ইমরান খানের সৎ ছেলে মুসা মানেক এবং তাঁর সঙ্গে থাকা তিন বন্ধুর গাড়ি থেকে মদ উদ্ধার করা হয়৷ অন্য দুইজন হলেন, মুসা মানেকার আত্মীয় মোহাম্মদ আহমেদ মানেকা ও তাদের বন্ধু আহমেদ শাহরিয়ার। পাকিস্তানে গণমাধ্যম ডন জানায়, লাহোরের একটি পুলিশ চৌকি অতিক্রম করার সময় তাদের গাড়িতে তল্লাশি করা হয়। সেসময় উদ্ধার করা হয় মদের বোতল। এরপর হাসপাতালে পরীক্ষা করা হলে আহমেদ শাহরিয়ারের দেহে মদের উপস্থিতি পাওয়া যায়।
এক পুলিশ আধিকারিক জানান, আটক করা হলেও কিছুক্ষণের মধ্যেই শীর্ষমহল থেকে ফোন আসে এবং প্রধানমন্ত্রীর ছেলে সহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পরিবারের তরফে ব্যক্তিগত গ্যারান্টি সহ যাবতীয় আইনি নিয়ম-শর্ত পালন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ রাখার জন্য মুসা মানেকাকে যখন আটক করা হয়, তখন সে নিরাপত্তারক্ষীদের হুমকি দেয় যে, প্রধানমন্ত্রীর স্ত্রীর ছেলে সে, তাঁকে গ্রেফতার করলে চরম মূল্য চোকাতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে অ্যালকোহল বিক্রি ও সেবন অবৈধ।
গত সপ্তাহে, প্রধানমন্ত্রী খান ও তার স্ত্রীর মধ্যে মতপার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন প্রচার শুরু হয় । বিবির ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খান টুইটারে ঘোষণা করেছিলেন যে ফার্স্ট লেডি তার স্বামীর সঙ্গে বানি গালার বাড়িতে থাকছেন। যদিও "এই সম্পর্কে হোয়াটসঅ্যাপ ভুল প্রচার করা হচ্ছিল", এমনটাই জানান হয়।