কলকাতা: পাকিস্তানে বাধার মুখে এলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল সাইট- X (যা আগে ট্যুইটার নামে পরিচিত ছিল)। পাকিস্তানের মন্ত্রিসভা বুধবার স্পষ্ট করেছে যে সেদেশের সরকারের তরফ থেকে আপাতত পাকিস্তানের মাটিতে ট্যুইটার বন্ধ করা হয়েছে। দীর্ঘ দিন ধরেই এই সন্দেহ করে আসছেন সেদেশের X- ব্য়বহারকারীরা (Social Media)। বুধবার পাক সরকার জানিয়েছে যে গত ফেব্রুয়ারিতেই সাময়িকভাবে ওই সোশ্যাল সাইট নিষিদ্ধ করা হয়েছিল। পাক সরকারের (Pakistan) তরফে জানানো হয়েছে জাতীয় সুরক্ষার জন্য়ই ওই পদক্ষেপ করা হয়েছিল। 


ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই সেদেশে X- ব্যবহার করতে সমস্যা হচ্ছিল। পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলরে তরফে ভোট-রিগিংয়ের অভিযোগ তুলে সারা দেশে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তখন অনেকে অভিযোগ করেছিলেন যে X ব্যবহার করা যাচ্ছে না, সমস্যা হচ্ছে। রয়টার্স সূত্রের খবর, সেদেশের একটি আদালতে জমা দেওয়া নথিতে পাকিস্তানের সরকার জানিয়েছে যে সেদেশের মাটিতে সাময়িকভাবে X সাইট ব্য়বহার বন্ধ করানো হচ্ছে। ফেব্রুয়ারির শাটডাউনের (X Banned in Pakistan) কথাও সেখানে বলা হয়েছে।  


এবিপি নিউজের একটি রিপোর্টে (Social Media Ban) বলা হয়েছে, আদালতে পাক সরকার আগে জানিয়েছিল, X- কর্তৃপক্ষ পাক সরকারের নির্দেশ মেনে চলছিল না। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। রয়টার্সের রিপোর্টে পাক সরকারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, 'X কর্তৃপক্ষ পাকিস্তান সরকারের আইনি নির্দেশ মেনে চলতে পারেনি। ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভুল ব্যবহার করা হচ্ছিল। তাই বাধ্য হয়ে ব্য়ান করতে হয়েছে।' পাকিস্তানের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে বলেও দাবি করা হয়েছিল সেদেশের সরকারের দাবিতে (Twitter Banned in Pakistan)। 


১৭ ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের মাটিতে X ব্যবহার নিয়ে সমস্যা হচ্ছিল। ইমরান খানের দলের আন্দোলনের ডাক এবং ভোট রিগিংয়ের অভিযোগ তুলে আন্দোলনের ডাকের পর থেকেই ওই প্ল্যাটফর্মে এমন সমস্যা হচ্ছিল। এবিপি নিউজ রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি আদালতকে জানিয়েছিল যে তারা পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ শুনেই এই সোশ্যাল মিডিয়া সাইট ব্লক করা হয়েছে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?