নয়া দিল্লি: পহেলগাঁওয়ে গণহত্যা, জঙ্গিদের পালানোর সুযোগ দিতে কাশ্মীরে টানা পাক সেনার গুলি। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের উস্কানি এখনও অব্যাহত। সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে ৭ দিন পাক সেনার গুলিবর্ষণ। কুপওয়াড়া, উরি ও আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছোড়ে পাক সেনা। পাক সেনার গুলির পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।
এদিকে, পহেলগাঁও হামলায় পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত। প্রধানমন্ত্রীর পূর্ণ স্বাধীনতার পরই এবার অল আউট অ্যাকশনে সেনাবাহিনী। রাজস্থানে চলছে সেনার মহড়া, পাক সীমান্তের কাছে নামল প্যারা-SF কমান্ডো। থর মরুভূমিতে নামল ট্যাঙ্ক, আরব সাগরে মোতায়েন INS বিক্রান্ত। আকাশপথে রাফাল, সুখোই, মিরাজ ফাইটার প্লেনের শক্তি প্রদর্শন।
কোন পথে পাকিস্তানকে প্রত্যাঘাত? সে বিষয়ে সেনাকে পূর্ণ স্বাধীনতার পর দিল্লিতে একের পর এক মন্ত্রিসভার বৈঠক যে কোনও মূহূর্তে জবাব? সেনাকে পূর্ণ স্বাধীনতা, ফের জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। কীভাবে, কোন পথে পাকিস্তানকে শায়েস্তা, দফায় দফায় দিল্লিতে বৈঠক। মন্ত্রিসভার বৈঠকের পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে NSA-বিদেশমন্ত্রী। নিরাপত্তা, রাজনৈতিক ও আর্থিক, কেন্দ্রীয় মন্ত্রিসভার ৩ কমিটির বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক।
এদিকে, বৈসরনকাণ্ডের পর ভারত যখন বদলার মুডে তখন ভয়ে কাঁপছে পাকিস্তান। এই পরিস্থিতিতে দু দেশের মধ্যে সংঘাত প্রশমনের উদ্যোগ নিল রাষ্ট্রপুঞ্জ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুইতেরেজ। যদিও কড়া অবস্থানে অনড় ভারত। যদিও এখনও নির্লজ্জের মতো বৈসরনে হিনদু নিধনে পাক-যোগ অস্বীকার করে যাচ্ছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তে আজ ঘটনাস্থলে NIA-এর DG সদানন্দ দাতে। বৈসরন ভ্যালিতে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন DG সদানন্দ দাতে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্তে NIA। কোন পথে জঙ্গিরা এসেছিল? হামলার পর কোন পথে পালিয়েছে জঙ্গিরা ? আর কোথাও হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের? পহেলগাঁও হামলার পর ৯ দিন পার, এখনও অধরা জঙ্গিরা। জঙ্গি-যোগের প্রমাণ পেলে কড়া পদক্ষেপ করা হবে বলে মাইকে সতর্ক শ্রীনগর পুলিশের। হামলাকারীদের খোঁজে কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি। মাউন্টেন বাইক নিয়ে উপত্যকার জঙ্গলগুলিতে অভিযান। চপার ও ড্রোন উড়িয়েও চলছে নজরদারি ।