Pak Youth Arrested: পঞ্জাবের গুরদাসপুরে গ্রেফতার এক পাক নাগরিক। অভিযোগ, বেআইনি ভাবে আন্তর্জাতিক সীমানা পার করার চেষ্টা করছিলেন ওই যুবক। ২৪ বছরের এই যুবককে রবিবার রাতে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম হুসেন এবং তাঁর কাছে একটি আইডি কার্ড পাওয়া গিয়েছে, যেখান থেকে এটা স্পষ্ট যে এই যুবক পাকিস্তানের নাগরিক। হুসেনের থেকে পাকিস্তানের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড পাওয়া গিয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে পাকিস্তানের টাকা, যার মূল্য ৪০ টাকা। পুলিশ সূত্রে খবর, এই যুবক মানসিক ভাবে অসুস্থ। গুরদাসপুরের আন্তর্জাতিক সীমানার কাছাকাছি ঘোরাফেরা করছিলেন তিনি। বেআইনি ভাবে তা পার করে ভারতে আসার চেষ্টাও করেন হুসেন। যদিও এই ব্যক্তির সঙ্গে এখনও কোনও সন্ত্রাসের যোগ খুঁজে পাওয়া যায়নি, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
অন্যদিকে মাত্র দু'দিন আগেই রাজস্থান সীমান্তে বিএসএফ- এর হাতে আটক হয়েছেন পাক রেঞ্জার্সের এক জওয়ান। জানা যায়, বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার ওই পাকিস্তানি রেঞ্জারকে হেফাজতে নিয়েছে। এদিকে এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছেন বিএসএফ- এর জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে পাক-ভূখণ্ডে চলে গিয়েছিলেন তিনি। এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ।
অন্যদিকে জম্মুতে রয়েছে হাই অ্যালার্ট, কাশ্মীরের আনাচে-কানাচে চলছে চিরুনি তল্লাশি
জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য। পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরি গ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ। জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ৫টি IED, পাউডার জাতীয় বিস্ফোরক। জঙ্গি ঘাঁটিতে মিলেছে যোগাযোগের যন্ত্র ও অন্যান্য সরঞ্জামও। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই উপত্যকাজুড়ে। চিরুনি তল্লাশি ভারতীয় সেনার। ভারতীয় সেনার সঙ্গে আছে জম্মুু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।
কাশ্মীরে ওয়াটার স্ট্রাইকের ট্রেলার দেখাল ভারত !
বাঁধ সাফাই করবে বলে বাগলিহারে জল বন্ধ করে দেয় ভারত। সকাল থেকে চন্দ্রভাগার নদীখাত শুকনো হয়ে যায়। ভরা নদীখাতের গভীরতা কিছুক্ষণের মধ্যেই কমে হাঁটুজল হয়ে যায়। চন্দ্রভাগা নদীর উপর প্রবলভাবে নির্ভরশীল পাকিস্তানের শিয়ালকোট। জল না পেলে শিয়ালকোটের কী অবস্থা হবে, তা বোঝাল ভারতের ওয়াটার-ট্যাকটিক্স ! বাঁধ সাফাইয়ের পর ধীরে ধীরে জল ছাড়া শুরু হয়েছে। চন্দ্রভাগা নদীর জলস্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।