নয়াদিল্লি: সামান্য ভুলেই বাড়তে পারে সমস্যা।PAN Card-এ নাম পদবিতে ভুল হলে ভুগতে হবে গ্রাহককেই। তাই আগে থাকতে সচেতন হোন। বিয়ের পর তড়িঘড়ি বদলে নিন কার্ডের পদবি। এই কয়েক ধাপেই করে নিন পদবি পরিবর্তন।


PAN Card Update: 


প্রথমে অফিশিয়াল সাইটে ভিজিট করুন।    (https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html)


এখানে ঢুকে নিজের আবেদন পত্র পূরণ করুন।


এখানে সব প্রয়োজনীয় বিবরণ লিখে দিন।


এবার সাবমিট বটনে ক্লিক করুন।


আপনার নামের ব্র্যাকেটের মধ্যে PANএর বিষয়ে সব তথ্য লিখে দিন।


এখানে ভ্যালিডেট অপশনে গিয়ে ক্লিক করুন।


শেষ সাবমিট বটনে ক্লিক করুন।


এই ধরনের কাজে কার্ড হোল্ডারকে ঠিকানা বা পদবি পরিবর্তনের জন্য ১১০ টাকা চার্জ জমা দিতে হয়। যদি কার্ডে হোল্ডারের ঠিকানা দেশের বাইরের হয় তাহলে তাঁকে ১১২০ টাকা ফি দিতে হবে।


একবার ফি জমা হয়ে গেলে কার্ড হোল্ডারকে PAN অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। সেখানে নিজের দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আটকাতে হবে কার্ডহোল্ডারকে। এরপর ছবির ওপর স্বাক্ষর করতে হবে।


১০ এবার Income Tax PAN Services UNIT বা NSDL-এর ঠিকানায় এই আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও পাঠাতে হবে।  


দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, আধার কার্ডের (Aadhaar Card) পাশাপাশি প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ইতিমধ্যেই প্যানের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছিল, এই দুই কার্ডের লিঙ্ক না হলে জরিমানাও দিতে হবে কার্ড হোল্ডারকে। মনে রাখতে হবে এই লিঙ্ক না হওয়া মানে PAN Card-কেই বাতিল বলে গণ্য করা হবে। সেই ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে প্যান কার্ডের গ্রাহককে।


আরও পড়ুন : Aadhaar Card Update: আধার কার্ডে কত বার বদলাতে পারবেন নাম-ঠিকানা, জানেন কি আপডেট ?


আরও পড়ুন : Aadhaar Update: বদলে গেল নিয়ম, আধার কার্ডে নিজেই করতে পারবেন এই কাজ