No Confidence Motion: 'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা'

Parliament Monsoon Session 2023 Live: অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুলের

Continues below advertisement

LIVE

Background

কামব্যাকের পর সংসদে (Parliament Monsoon Session) প্রথম বক্তৃতাতেই অলআউট আক্রমণে রাহুল (Rahul Gandhi)। অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুলের। ভয় পাবেন না, ভয় পাবেন না, বিজেপি সাংসদের কটাক্ষ রাহুল গাঁধীর। 'আমি আজ হৃদয় থেকে বলব, তবে আদানিকে নিয়ে কিছু বলব না, আপনাদের চিন্তার কোনও কারণ নেই, আদানিকে নিয়ে বলায় অনেকে কষ্ট পেয়েছিলেন, ভারত জোড়ো (Bharat Jodo Yatra) এখনও শেষ হয়নি, লক্ষ লক্ষ মানুষের থেকে শক্তি পেয়েছি, অহংকার নিয়ে বেড়িয়ে ছিলাম, ভারত জোড়ো যাত্রার পর দেখলাম অহংকার মুছে গিয়েছে।' বললেন রাহুল।

Continues below advertisement
Sponsored Links by Taboola