No Confidence Motion: 'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা'

Parliament Monsoon Session 2023 Live: অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুলের

ABP Ananda Last Updated: 09 Aug 2023 06:52 PM
Monsoon Session Live: 'ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে'

'অটলবিহারী বাজপেয়ীর সময় অনাস্থায় ১ ভোটে হেরে গিয়েছিল সরকার। কিন্তু অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা সংসদের আদেশ মেনে নেব।'

No Confidence Motion: 'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা'

'মোদি সরকারের ওপর দেশবাসীর অগাধ আস্থা। ইউপিএ জমানার দুর্নীতির সবাই দেখেছে। অনাস্থা ঠেকাতেও নরসিংহ রাওয়ের সময় দুর্নীতি হয়েছিল। নরসিংহ রাওয়ের সময় অনাস্থা ঠেকাতে ঘুষ দেওয়া হয়েছিল। দুর্নীতির দায়ে নরসিংহ রাওকে জেলেও যেতে হয়েছিল।'

Monsoon Session Live: 'ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে'

'দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণ কুইট ইন্ডিয়া। ইউপিএ জমানার কলঙ্কজনক অধ্যায় দেখেছে গোটা দেশ। ইউপিএ-র চরিত্রটাই দুর্নীতিতে ভরা, এনডিএ সিদ্ধান্তের রাজনীতি করে।'

No Confidence Motion: অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে অমিত শাহের মুখে 'পরিবারতন্ত্র'

অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে অমিত শাহের মুখে 'পরিবারতন্ত্র'। 'দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণের রাজনীতির বিরুদ্ধে মোদি সরকার। তাই দুর্নীতি পরিবারতন্ত্র, তোষণকে ভারত ছাড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।'

Monsoon Session Live: 'স্বাধীনতার পর যদি কোনও সরকারের ওপর সবথেকে বেশি আস্থা থাকে, সেটা হল মোদি সরকার'

'স্বাধীনতার পর যদি কোনও সরকারের ওপর সবথেকে বেশি আস্থা থাকে, সেটা হল মোদি সরকার। ৩০ বছর পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে দেশ পেয়েছে মোদি সরকার। কোনও ছুটি না নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৭ ঘণ্টাই কাজ করেন নরেন্দ্র মোদি।'

No Confidence Motion: সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব, জবাব অমিত শাহর

সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব, জবাব অমিত শাহর। 'মানুষকে বিভ্রান্ত করতেই অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। বিরোধীদের এই অনাস্থা প্রস্তাব দেশবাসীর জন্য নয়।'

Monsoon Session Live: রাবণের সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদিকে, সংসদে তোপ রাহুলের

এ যেন কামব্যাক ইনিংসেই সেঞ্চুরি। ১৩৬ দিন পর সংসদে ফিরে, মণিপুর ইস্যুতে প্রথম ভাষণেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গাঁধী। রাবণের সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদিকে। 

Rahul Gandhi Live: রাহুল গাঁধীকে ভয় পেয়ে এমন মিথ্যে অভিযোগ, দাবি কংগ্রেসের

রাহুল গাঁধীকে ভয় পেয়ে এমন মিথ্যে অভিযোগ, দাবি কংগ্রেসের

Monsoon Session Live: বিরোধীদের নিশানা করে সোশাল সাইটে পোস্ট প্রধানমন্ত্রীর

ফের মোদির মুখে 'কুইট ইন্ডিয়া'। বিরোধীদের নিশানা করে সোশাল সাইটে পোস্ট প্রধানমন্ত্রীর। ৯ অগাস্ট 'ভারত ছাড়ো' আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গাঁধী। 'ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী মহান ব্যক্তিদের শ্রদ্ধা। এই আন্দোলন ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।' আজ ভারত একস্বরে বলছে, দুর্নীতি ভারত ছাড়ো,পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তোষণবাদ ভারত ছাড়ো, পোস্ট নরেন্দ্র মোদির।

Rahul Gandhi Live: রাহুলের বিরুদ্ধে নয়া অভিযোগ রাহুল গাঁধীর

লোকসভা থেকে বেরনোর সময় রাহুল গাঁধীর বিরুদ্ধে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ। চুমু ছুড়ে দিয়ে মহিলা সাংসদদের অপমান করেছেন রাহুল গাঁধী। অভিযোগ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানির। ২২জন মহিলা সাংসদের অভিযোগ অধ্যক্ষের কাছে। 

Monsoon Session Live: 'আমি মণিপুর গিয়েছিলাম, প্রধানমন্ত্রী যাননি', কটাক্ষ রাহুলের

মণিপুরে ভারতকে খুন করা হয়েছে অভিযোগ তুলে সংসদে সরব রাহুল গাঁধী। 'আমি মণিপুর গিয়েছিলাম, প্রধানমন্ত্রী যাননি। মণিপুরকে ভারতের অংশ মনে করেন না মোদি', তোপ রাহুলের।

Rahul Gandhi Live: 'ভারতীয় সেনাবাহিনী একদিনে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারে'

'ভারতীয় সেনাবাহিনী একদিনে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারে। কিন্তু তাদের কাজে লাগানো হচ্ছে না', দাবি রাহুল গাঁধীর।

Monsoon Session Live: 'আপনারা সারা দেশে আগুন লাগিয়ে দিচ্ছেন', তোপ গাঁধীর

' রাম রাবণকে মারেননি, রাবণের অহঙ্কারেই তার পতন হয়েছিল। আপনারা সারা দেশে আগুন লাগিয়ে দিচ্ছেন। আপনারা সারা দেশে কেরোসিন ছড়িয়ে দিচ্ছেন', মোদি সরকারকে তোপ রাহুল গাঁধীর।

Rahul Gandhi Live: 'আপনারা সারা দেশে আগুন লাগিয়ে দিচ্ছেন', মোদিকে নিশানা রাহুলের

'মোদিজি শুধু দুজনের কথা শুনতে পান, অমিত শাহ এবং আদানি, রাবণের মতোই মোদিজিও শুধু দুজনের কথা শুনতে পান। আপনারা সারা দেশে আগুন লাগিয়ে দিচ্ছেন আপনারা সারা দেশে কেরোসিন ছড়িয়ে দিচ্ছেন।' তোপ রাহুল গাঁধীর

Monsoon Session Live : 'ভারতমাতার হত্যা করা হয়েছে মণিপুরে', তোপ রাহুলের

'কিছুদিন আগে আমি মণিপুর গেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী এখনও যাননি, কারণ ওনার কাছে মণিপুর ভারত নয়। মণিপুরকে আপনারা ভেঙে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। আপনারা মণিপুরকে বাঁচাতে পারেননি', মণিপুর ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের। 

Rahul Gandhi Live: ভারত জোড়ো এখনও শেষ হয়নি: রাহুল

'ভারত জোড়ো এখনও শেষ হয়নি, লক্ষ লক্ষ মানুষের থেকে শক্তি পেয়েছি, অহংকার নিয়ে বেড়িয়ে ছিলাম, ভারত জোড়ো যাত্রার পর দেখলাম অহংকার মুছে গিয়েছে', সংসদে দাঁড়িয়ে বললেন রাহুল। 

Monsoon Session Live অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুল গাঁধীর

কামব্যাকের পর সংসদে প্রথম বক্তৃতাতেই অলআউট আক্রমণে রাহুল। অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুল গাঁধীর।

প্রেক্ষাপট

কামব্যাকের পর সংসদে (Parliament Monsoon Session) প্রথম বক্তৃতাতেই অলআউট আক্রমণে রাহুল (Rahul Gandhi)। অনাস্থা-বিতর্কে অংশ নিয়ে মোদি সরকারকে নিশানা রাহুলের। ভয় পাবেন না, ভয় পাবেন না, বিজেপি সাংসদের কটাক্ষ রাহুল গাঁধীর। 'আমি আজ হৃদয় থেকে বলব, তবে আদানিকে নিয়ে কিছু বলব না, আপনাদের চিন্তার কোনও কারণ নেই, আদানিকে নিয়ে বলায় অনেকে কষ্ট পেয়েছিলেন, ভারত জোড়ো (Bharat Jodo Yatra) এখনও শেষ হয়নি, লক্ষ লক্ষ মানুষের থেকে শক্তি পেয়েছি, অহংকার নিয়ে বেড়িয়ে ছিলাম, ভারত জোড়ো যাত্রার পর দেখলাম অহংকার মুছে গিয়েছে।' বললেন রাহুল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.