নয়াদিল্লি: বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই মণিপুর হিংসার ঘটনা নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ। সোমবারও তার অন্যথা হয়নি। মণিপুর কাণ্ডে আলোচনার দাবিতে গোড়া থেকেই উত্তাল হয়েছে লোকসভা ও রাজ্যসভা। সপ্তাহের প্রথম দিনই ঘটনাবহুল ছিল সংসদের দুই কক্ষ। হই হট্টগোলের পরে মুলতুবি হয়ে যায় দুই কক্ষই।
এদিন রাজ্যসভা প্রথম থেকেই সরগরম ছিল। সোমবার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহকে অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভার নির্দেশ অমান্য করার জন্য আপ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান রাজ্যসভার চেয়ারম্যান। তা নিয়ে তুমুল ক্ষোভ জানিয়েছে আম আদমি পার্টি। এদিনই রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। বিরোধী দলের সাংসদরা কোন দলের তা বলা হচ্ছে না এমন দাবি তুলে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ, তারপরেই অন্তত ঘণ্টাখানেকের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন।
মাস দুয়েকেরও বেশি সময় ধরে চলা মণিপুরের জাতিগত হিংসার ঘটনায় উত্তাল দেশ। এই ঘটনায় মণিপুরের বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধী দলগুলি। বাদল অধিবেশন শুরু আগে মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়। দুই মহিলাকে পাশবিক অত্যাচারের সেই ভিডিও নিয়ে তুমুল সমালোচনা চলছে দেশজুড়ে। অধিবেশন শুরুর আগে সেই ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বিরোধীদের দাবি ছিল, শুধু বিবৃতি নয়। সংসদে উপস্থিত থেকে মণিপুর হিংসার ঘটনা নিয়ে আলোচনা করতে হবে। সেই দাবিতে প্রথম থেকেই উত্তাল হয়েছে সংসদের ২ কক্ষ। সোমবারও মণিপুরের ঘটনা নিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। তাতেও দফায় দফায় মুলতুবি হয়েছে লোকসভা। বিরোধীরা এককাট্টা হয়ে বিক্ষোভ দেখিয়েছেন সংসদের বাইরেও। প্রধানমন্ত্রী সংসদে এসে বিবৃতি দিন- এই দাবিতে একই সুর শোনা গিয়েছে মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই দাবিতে সুর চড়িয়েছেন বাম ও অন্য বিরোধী দলগুলিও। এদিনই অবশ্য কেন্দ্রীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার সংসদে মণিপুরের ঘটনা নিয়ে আলোচনা করতে তৈরি। সেই আলোচনা করার জন্য বিরোধীদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন শাহ। তিনি বলেছেন, 'এই স্পর্শকাতর ঘটনার সম্পর্কে সব সত্যি জানা উচিত দেশবাসীর।'
একদিকে মণিপুরের ঘটনায় যখন বিজেপির উপর চাপ সৃষ্টি করছে বিরোধী দলগুলি। তখন পাল্টা পশ্চিমবঙ্গ এবং রাজস্থানে নারী-সংক্রান্ত অপরাধ নিয়ে বিরোধী দলগুলির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে বিজেপি। সোমবার সংসদে মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, বাংলা এবং রাজস্থানে যা ঘটে চলেছে সেটা নিয়ে সংসদে আলোচনা চলা উচিত। শুধু মণিপুর নয়, যেখানে যেখানে নারীদের উপর এমন অত্যাচারের ঘটনা ঘটছে- সবটা নিয়েই আলোচনা চালানো উচিত। এদিনই মালদায় দুই মহিলার উপর অত্যাচারের ঘটনা নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন বাংলার বিজেপি সাংসদরা।
দফায় দফায় উত্তেজনা ছড়ালেও, এদিন একাধিক বিল পেশ হয়েছে সংসদের দুই কক্ষে। মঙ্গলবারও কী উত্তপ্ত হবে সংসদ? নাকি মণিপুরের ঘটনা বা নারীদের উপর হিংসার ঘটনা নিয়ে গঠনমূলক আলোচনা হবে? অপেক্ষায় দেশবাসী।
আরও পড়ুন: মণিপুর-আলোচনা চায় কেন্দ্র, সুযোগ দিক বিরোধীরা, দাবি শাহের