#LiveUpdates: রাজ্যসভার আট সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি নাকচ বেঙ্কাইয়ার, অধিবেশন বয়কট বিরোধীদের
কৃষি বিল নিয়ে রাজ্যসভায় হট্টগোলের ঘটনায় আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ কংগ্রেসের। সাসপেনশন প্রত্যাহার না হলে রাজ্যসভার চলতি অধিবেশন বয়কটের সিদ্ধান্ত। পাশাপাশি, কৃষকদের স্বার্থরক্ষায় আরও একটি বিল আনার দাবি জানিয়েছে কংগ্রেস।
বিরোধীদের রাজ্যসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্তের পর চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সবাইকে সভায় ফিরে এসে আলাপ আলোচনার আহ্বান জানান।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে রাজ্যসভায় হট্টগোলের ঘটনায় আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ কংগ্রেস সহ বিরোধীদের। সাসপেনশন প্রত্যাহার না হলে রাজ্যসভার চলতি অধিবেশন বয়কটের সিদ্ধান্ত। পাশাপাশি, কৃষকদের স্বার্থরক্ষায় আরও একটি বিল আনার দাবি জানিয়েছে কংগ্রেস। কৃষি বিল নিয়ে রাজ্যসভায় হট্টগোলের ঘটনায় আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ জানায় কংগ্রেস। সাসপেনশন প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুর। অধিবেশন বয়কট করল কংগ্রেস সহ বিরোধীরা। একই সঙ্গে কৃষকদের স্বার্থে ৩ দফা দাবি জানিয়েছে কংগ্রেস।
এদিকে, রাজ্যসভায় হাঙ্গামার অভিযোগে আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনে গতকাল দুপুর থেকে ধর্নায় বসেন বিরোধীদলের সাংসদরা। সারা রাত ধরে গান-স্লোগানে চলে প্রতিবাদ। সকালেও চলছে অবস্থান প্রতিবাদ। অন্যদিকে, দলীয় সাংসদদের আজ রাজ্যসভায় উপস্থিত থাকতে বলে হুইপ জারি করেছে বিজেপি।
এদিন সকালে আন্দোলনকারী সাংসদদের জন্য চা নিয়ে পৌঁছে যান রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন সাসপেন্ড সাংসদরা।
রবিবার রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয় কৃষি বিল। এরপরই সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে মোদি সরকার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের আসন ঘিরে বিক্ষোভ দেখান বিরোধী সাসংদরা। প্রতিবাদের সময় বিলের কপি ছিঁড়ে ফেলা হয়। টানাটানি করা হয় মাইক ধরে। এর জেরে সাসপেন্ড করা হয় তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন, কংগ্রেসের রাজীব সাতভ, সৈয়দ নাসির হুসেন, রিপুন ভোরা, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, সিপিএমের কে কে রাগেশ এবং ই করিমকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -