#LiveUpdates: রাজ্যসভার আট সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি নাকচ বেঙ্কাইয়ার, অধিবেশন বয়কট বিরোধীদের

কৃষি বিল নিয়ে রাজ্যসভায় হট্টগোলের ঘটনায় আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ কংগ্রেসের। সাসপেনশন প্রত্যাহার না হলে রাজ্যসভার চলতি অধিবেশন বয়কটের সিদ্ধান্ত। পাশাপাশি, কৃষকদের স্বার্থরক্ষায় আরও একটি বিল আনার দাবি জানিয়েছে কংগ্রেস।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Sep 2020 11:54 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে রাজ্যসভায় হট্টগোলের ঘটনায় আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ কংগ্রেস সহ বিরোধীদের। সাসপেনশন প্রত্যাহার না হলে রাজ্যসভার চলতি অধিবেশন বয়কটের সিদ্ধান্ত। পাশাপাশি, কৃষকদের স্বার্থরক্ষায় আরও একটি...More

সংসদ চত্বরে বিরোধী সাংসদদের ধর্না প্রত্যাহার। রাজ্যসভায় হাঙ্গামার অভিযোগে আট বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনে গতকাল দুপুর থেকে ধর্নায় বসেন তাঁরা। তাঁদের সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় বিরোধী সাংসদরা অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এরপরই সাসপেন্ডেড সাংসদরা তাঁদের ধর্না প্রত্যাহার করেন। ধর্নায় যাঁরা বলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সৈয়দ নাসির হুসেন বলেছেন, সমস্ত বিরোধী দল চলতি বাদল অধিবেশনের বাকি পর্ব বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তারা ধর্নায় সামিল সাংসদের ধর্না প্রত্যাহার করে অধিবেশেন বাকি পর্ব বয়কটে যোগদানের আর্জি জানিয়েছে। এই কারণেই তাঁরা তাঁদের ধর্না প্রত্যাহার করেছেন।