Parliament Session 2024 Live: মেয়েদের টিকাকরণের পক্ষে সওয়াল, রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির, প্রশংসা মোদির
Parliament Session Live Updates 2024: সংসদের অধিবেশনে কী ঘটছে, জানুন প্রতি মুহূর্তের আপডেট।
রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির। মেয়েদের সার্ভাইক্যাল টিকাকরণের পক্ষে সওয়াল। ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরণের উপর জোর। প্রধানমন্ত্রী ভাষণের প্রশংসা করলেন।
মল্লিকার্জুন খড়গে সাংবিধানিক পদে রয়েছেন। প্রধানমন্ত্রী হোন বা রাজ্যসভার চেয়ারম্যান, ওঁকে সম্মান জানানো উচিত সকলের। কিন্তু আজ খড়গেজিকে উপেক্ষা করা হয়েছে। আজ গোটা বিরোধী শিবির ওঁর পাশে দাঁড়িয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে: শরদ পওয়ার।
মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নিরন্তর চেষ্টা চালাচ্ছে সরকার। ১১০০০-এর বেশি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৫০০ জন। হিংসা ক্রমশ কমছে। স্কুল, কলেজ, অফিস খুলেছে। যাঁরা উস্কানি জোগাচ্ছেন মণিপুরের মানুষ তাঁদের প্রত্যাখ্যান করবেন: মোদি।
নারী নির্যাচন নিয়ে বিরোধীদের অবস্থান পক্ষপাতদুষ্ট। পশ্চিমবঙ্গের একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক মহিলাকে মারধর করা হচ্ছিল। সন্দেশখালিতেও হয়েছে। কিন্তু বর্ষীয়ান বিরোধী নেতারাও এ নিয়ে একটি কথাও বলছেন না: মোদি।
মোদির ভাষণ চলাকালীন রাজ্যসভায় ওয়েলে নেমে বিরোধীদের তুমুল বিক্ষোভ। প্রধানমন্ত্রীর আক্রমণের পাল্টা স্লোগান, ওয়াকআউট। সত্যের মুখোমুখি হওয়ার সাহস নেই, খোঁচা মোদির।
'বিরোধী দলনেতাকে বলতে দিন', রাজ্যসভায় স্লোগান বিরোধীদের। মোদির ভাষণ চলাকালীনই উত্তেজনা। বিরোধী দলনেতাকে বলতে না দেওয়ার অভিযোগ।
মোদির বক্তব্য চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ বিরোধীদের। দেশ দেখছে সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই বিরোধীদের। সংসদের উচ্চকক্ষকে অপমান করছেন বিরোধীরা। হল্লা করে ওয়াকআউট করাই বিরোধীদের নিয়তি: মোদি।
ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আগামী ৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সব প্রতিশ্রুতি পূরণ করব। আগামী ৫ বছরের মধ্যে দেশ দারিদ্রমুক্ত হবে: মোদি।
প্রেক্ষাপট
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ ঘিরে উত্তাল হয়েছিল লোকসভা। আজ রাজ্যসভার অধিবেশন উত্তাল। বুধবার রাজ্যসভায় ভাষণ দেন মোদি। লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য জয়ী হওয়ার পর আজ রাজ্যসভায় প্রথম ভাষণ ছিল মোদির। তাঁর ভাষণ চলাকালীন আগাগোড়া স্লোগান দিতে থাকেন বিরোধীরা।
এদিন রাজ্যসভার ভাষণেও বিরোধীদের নিশানা করেন মোদি। তাঁর অভিযোগ, দীর্ঘ ছয় দশক পর দেশবাসী একটানা তিন বার একই সরকারকে ভরসা করেছেন। সব জেনেও কিছু মানুষ জনতার এই রায়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত তাঁদেরই পরাজয় হচ্ছে। এই নির্বাচনে দেশবাসী বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাজিত করেছেন বলে দাবি করেন মোদি।
মোদির বক্তব্য, "'সংবিধানের প্রতিটি শব্দ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজ যাঁরা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছেন, তাঁরাই সংবিধান দিবস পালন করতে চাননি। বিকশিত ভারত গঠনের জন্যই দেশের মানুষ তৃতীয় বার আমাদের ক্ষমতায় এনেছেন। কিছু মানুষ অটো পাইলট মোডে সরকার চালাতে পছন্দ করেন। আমরা পরিশ্রমে বিশ্বাস করি। "
এদিন মোদি দাবি করেন, শীঘ্রই ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর সরকারের কাছে। এই পাঁচ বছরের মধ্যে দরিদ্রমুক্ত হবে দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -