Parliament Session 2024 Live: মেয়েদের টিকাকরণের পক্ষে সওয়াল, রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির, প্রশংসা মোদির

Parliament Session Live Updates 2024: সংসদের অধিবেশনে কী ঘটছে, জানুন প্রতি মুহূর্তের আপডেট।

ABP Ananda Last Updated: 03 Jul 2024 03:21 PM

প্রেক্ষাপট

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ ঘিরে উত্তাল হয়েছিল লোকসভা। আজ রাজ্যসভার অধিবেশন উত্তাল। বুধবার রাজ্যসভায় ভাষণ দেন মোদি। লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য জয়ী হওয়ার পর আজ রাজ্যসভায় প্রথম ভাষণ...More

Sudha Murty: মেয়েদের টিকাকরণের পক্ষে সওয়াল, রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির, প্রশংসা মোদির

রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির। মেয়েদের সার্ভাইক্যাল টিকাকরণের পক্ষে সওয়াল। ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরণের উপর জোর। প্রধানমন্ত্রী ভাষণের প্রশংসা করলেন।