বিজেন্দ্র চৌধুরী, নয়া দিল্লি: সংসদে চলছে শীতকালীন অধিবেশন। কৃষকদের দাবি নিয়ে এদিন সংসদে সরব হলেন রাহুল গান্ধী। আন্দোলনের সময় মৃত কৃষকদের আর্থিক সাহায্যের দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন তিনি।  অন্যদিকে, কংগ্রেসেরই আর এক সাংসদ মনীশ তিওয়ারি অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিন বসতি তৈরি করেছে বলে যে অভিযোগ উঠেছে,  তা নিয়েও আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছেন। একাধিক ইস্যুতে আজও উত্তাল সংসদ। রাজ্যসভার অধিবেশন শুরুর পরই কয়েক মিনিটের মধ্যে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। 


এরইমধ্যে আজ বিরোধীদের আক্রমণের মুখে দলের কৌশল ঠিক করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় দল।  বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানান, সাসপেন্ডেড সাংসদরা ক্ষমা চাইলে সাসপেনশন প্রত্যাহার করা হবে। যদিও আজও সংসদ চত্বরে ধর্নায় বসেছেন রাজ্যসভার ১২ জন সাসপেন্ডেড সাংসদ।  সেই ধর্নাস্থলে হাজির ছিলেন, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।  তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন সেখানে।  এছাড়াও দেখা যায় সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চনকেও। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিএসএফের এক্তিয়ার ইস্যু তোলেন।  এদিন ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 





প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়। এই অভিযোগে রাজ্যসভার ১২ জন সদস্যদকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড হওয়া এই ১২ সাংসদের মধ্যে রয়েছেন তৃণমূলের দু'জন- দোলা সেন  ও শান্তা ছেত্রী। এই ১২ জন সাংসদকে পুরো শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অধিবেশন চলাকালীন হিংসাত্মক আচরণের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে টিআরএস সিদ্ধান্ত নিয়েছে, তাদের সাংসদরা একাধিক ইস্যুতে অধিবেশন আজ থেকে বয়কট করবেন। 


শীতকালীন এই  অধিবেশনে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের। ফলে, ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইনই। পাশাপাশি, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয় নিয়ে সরব হয় কংগ্রেস, তৃণমূল।