নয়াদিল্লি : SIR আবহে সংসদে শীতকালীন অধিবেশন। আর তা ঘিরে নতুন করে উত্তপ্ত হতে পারে জাতীয় রাজনীতি। কারণ, এই ইস্যুতে বিরোধীরা সুর চড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে অধিবেশন শুরুর আগেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের নির্বাচন ভারতীয় গণতন্ত্রের ক্ষমতা প্রদর্শন বলে মত প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বিরোধীদের দিকে নিশানা শানিয়ে বলেন, 'নাটক করবেন না।' তাঁর কথায়, "আলোচনা হওয়া উচিত, নাটক নয়। নীতিতে নজর দেওয়া উচিত, স্লোগানে নয়। গত ১০ বছর ধরে বিরোধীরা যে খেলা খেলছে তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ওদের কৌশল পাল্টানো উচিত। আমি ওদের কিছু টিপস দিতে প্রস্তুত। পরাজয়ের হতাশা বা জয়ের অহঙ্কারে শীতকালীন অধিবেশন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়।"