নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় এবার কোনও পোস্ট করলে সতর্ক হতে হবে আপনাকে। কারণ, সংসদীয় প্যানেল সুপারিশ করেছে যে ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করতে একটি রেগুলেটরি বডি স্থাপন করতে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ-স্তরের কমিটি ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল পর্যালোচনা করার সময় এই সুপারিশ করা হয়েছিল।


প্রতিবেদনে বলা হয়েছে যে প্যানেল কঠোর নিয়ম চেয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য। এই সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে "মধ্যস্থতাকারী" হিসাবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে বর্তমান আইনগুলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথেষ্ট কাজ করতে পারে না। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে একযোগেই এই রেগুলেটরি বডি স্থাপন করা হবে।            


ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা পোস্টও যাচাই করে দেখা হবে বলে জানান হয়েছে ওই রিপোর্টে। সোমবার, যৌথ সংসদীয় কমিটি (জেপিপি) ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল, ২০১৯ এর বিলের  চূড়ান্ত খসড়া গ্রহণ করেছে। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে এবং সংস্থাগুলি কীভাবে ডেটা সংগ্রহ, প্রক্রিয়া এবং সংরক্ষণ করে তার উপর কঠোর নিয়ন্ত্রণ প্রয়োগ করতে চায়। এই বিলের খসড়া সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে বলে জানান হয়েছে।                        


আরও পড়ুন, নয়া নিয়ম ঘোষণা এসবিআই-এর, না মানলে বন্ধ হবে লেনদেন


ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল, ২০১৯-কে গোপনীয়তার অধিকারকে নাগরিকদের মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টের রায়ের পরে সেই খসড়া তৈরি করা হয়েছিল। 


প্যানেলের প্রধান পিপি চৌধুরী ব্লুমবার্গকে বলেছেন যে সুপারিশগুলি শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে উপস্থাপন করা হবে। এই বিলের অধীনে অপরাধ হলে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে তাঁদের বিশ্বজুড়ে বার্ষিক টার্নওভারের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। শুধু তাই নয় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা যাবে। ইউরোপীয় ইউনিয়নের জরিমানার ন্যায় হবে সেই জরিমানা।