নয়াদিল্লি: ইতিহাস বলছে, রাত পোহালেই স্বাধীনতা দিবস (Independence Day)। এ বার ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির ৭৫ বছর পালন করছে ভারত। 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালিত দেশজুড়ে। কিন্তু উদযাপনের আলোয় যেন আরও বেশি করে সেই ভয়ঙ্কর পর্বের ইতিহাস মনে পড়ে যাচ্ছে অনেকের। দেশভাগ (Partition) ও কাতারে কাতারে মানুষের ভোগান্তি (Suffering)। আজ, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, দেশভাগের সময়ে প্রাণ হারানো মানুষদের শ্রদ্ধা জানাতেই পালিত Partition Horrors Remembrance Day।
কী হয়েছিল?
১৯৪৭ সালের ১৫ আগস্ট। প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পর স্বাধীন হয়েছে দেশ। মুক্তির আনন্দ দিকে দিকে। কিন্তু ক্ষমতা-হস্তান্তরের সময় অকথ্য দুর্ভোগের সাক্ষী থাকলেন বহু মানুষ। দেশভাগ হল। তৈরি হল পাকিস্তান। ভিটেমাটি ছেড়ে পারাপার করলেন বহু মানুষ। গোষ্ঠী সংঘর্ষ থেকে আরও নানা অবর্ণনীয় অবস্থায় সে সময় অন্তত ৫ লক্ষের মৃত্য়ু হয়েছিল। অন্তত তেমনই বলছে সরকারি দস্তাবেজ। যদিও বেসরকারি হিসেব, সংখ্যাটা ১০ লক্ষের কাছাকাছি। ধনসম্পত্তির বিপুল ক্ষতি, মহিলাদের উপর নানা ধরনের অত্যাচার--সবই দেখেছেন সে সময়েই মানুষ। তবে সহাবস্থানের যে নীতিতে বছরের পর বছর বিশ্বাস করেছে ভারত, তাতেই সবচেয়ে বড় ধাক্কা দেয় দেশভাগের অভিজ্ঞতা। Partition Horrors Remembrance Day উপলক্ষ্য়ে কেন্দ্রীয় সরকার যে বিবৃতি প্রকাশ করেছে, তাতে অন্তত তেমনই দাবি।
ট্যুইট মোদী-শাহের...
দেশভাগ যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল তাঁদের স্মৃতিতেই এই দিনে ট্যুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, 'যাঁরা ইতিহাসের ওই মর্মান্তিক পর্যায়ের দুর্ভোগ সহ্য করার দৃঢ়তা দেখিয়েছেন, তাঁদের কুর্নিশ।' ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লেখেন, '১৯৪৭ সালের দেশভাগ ভারতের স্বাধীনতার ইতিহাসের এমন এক অমানবিক অধ্যায় যা কেউ কোনও দিন ভুলতে পারবেন না।...আজকের দিনে তাঁদের সকলকে কুর্নিশ যাঁদের দেশভাগের যন্ত্রণা ভুগতে হয়েছিল।'ট্যুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সোশ্যাল মিডিয়ায় বার্তা আসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। দেশভাগের সময়ে নিহতদের স্মরণে লখনৌয়ে মৌনমিছিল করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশগ ত ৮ আগস্ট সংসদ ভবনে 'দেশভাগের ভয়াবহতা' শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন হয়েছিল। সেখানে আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দেখা যায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষেণ রেড্ডিকে।
সব মিলিয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তির পাশাপাশি দেশভাগের ভয়ঙ্কর পর্বও স্মরণ করা হয়।
আরও পড়ুন:"অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা